ছেলেকে ফিরিয়ে দিলেই ভোট দেবেন সন্তানহারা মা

নয়াদিল্লি: ‘যে দল আমার ছেলেকে ফিরিয়ে আনবে, আমি তাদেরই ভোট দেব’- এই মন্তব্য জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) নিখোঁজ ছাত্র নাজিব আহমেদের মা ফতিমা নাফিজের। ফতিমা উত্তরপ্রদেশের বদায়ুনের বাসিন্দা। এখানে ভোট রয়েছে ২৩ এপ্রিল। ফতিমা জানিয়েছেন, সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই তাঁর বাড়িতে এসেছেন। কিন্তু, শুধুই সমবেদনা জানাতে। তবে, তিনি বা তাঁর পরিবার তো সমবেদনা চান না।

ছেলেকে ফিরিয়ে দিলেই ভোট দেবেন সন্তানহারা মা

নয়াদিল্লি: ‘যে দল আমার ছেলেকে ফিরিয়ে আনবে, আমি তাদেরই ভোট দেব’- এই মন্তব্য জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) নিখোঁজ ছাত্র নাজিব আহমেদের মা ফতিমা নাফিজের। ফতিমা উত্তরপ্রদেশের বদায়ুনের বাসিন্দা। এখানে ভোট রয়েছে ২৩ এপ্রিল।

ফতিমা জানিয়েছেন, সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই তাঁর বাড়িতে এসেছেন। কিন্তু, শুধুই সমবেদনা জানাতে। তবে, তিনি বা তাঁর পরিবার তো সমবেদনা চান না। তাঁরা ছেলেকে ফিরে পেতে চান। নাফিজ বলেছেন, ‘আমি কারও কাছ থেকে সমবেদনা চাই না। আমি বরং তাদের চাই, যারা আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারবে। আমাদের বাড়িতে আসা সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমি এই কথাই বলেছি। যারা কথা দেবে যে আমার ছেলেকে তারা ফিরিয়ে আনতে পারবে, সেই দলকেই আমি ভোট দেব।’ জেএনইউয়ে এমএসসির প্রথম বর্ষের ছাত্র নাজিব আহমেদ ২০১৬ সাল থেকে নিখোঁজ। বিশ্ববিদ্যালয় চত্বরে একদল ছাত্রের সঙ্গে বচসার পর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 1 =