সমালোচনার মুখে ঢোক গিললেন রাওয়াত, ‘রাজনীতি থেকে দূরেই থাকব’

দেশজুড়ে সমালোচনার মাঝে কার্যত নিজের মন্তব্য প্রত্যাহার করলেন 'জেনারেল' বিপিন রাওয়াত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সদ্য দায়িত্বপ্রাপ্ত জেনারেল এদিন বলেন,  “আমরা রাজনীতি থেকে দূরেই থাকব। যে সরকার যখন ক্ষমতায় আসবে তার নির্দেশ মতোই চলব।”

4ea268e36e04bcab8054e907eb309c69

নয়াদিল্লি: দেশজুড়ে সমালোচনার মাঝে কার্যত নিজের মন্তব্য প্রত্যাহার করলেন 'জেনারেল' বিপিন রাওয়াত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সদ্য দায়িত্বপ্রাপ্ত জেনারেল এদিন বলেন,  “আমরা রাজনীতি থেকে দূরেই থাকব। যে সরকার যখন ক্ষমতায় আসবে তার নির্দেশ মতোই চলব।”

নাগরিত্ব বিল নিয়ে যখন দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে যখন তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, উত্তরপ্রদেশ থেকে প্রতিদিন হতাহতের খবর আসতে শুরু করেছে, তখন আলটপকা মন্তব্য করে বসেন বিপিন রাওয়াত। কার্যত মোদি সরকারের মুখপাত্রের মতো মন্তব্য করে তিনি বলেন, “যাঁরা হিংসায় নেতৃত্ব দিচ্ছেন তাঁরা কিন্তু নেতা নন।” প্রসঙ্গত, নাগরিত্ব বিলের প্রতিবাদে মানুষকে বিপথে চালনা করে দেশজুড়ে হিংসাত্মক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বিরোধীরা, এই ছিল মোদি-অমিত শাহের অভিযোগ। কিন্তু একজন সেনাপ্রধান সরকারের সুরে সুর মিলিয়ে কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। নাগরিক সমাজের মধ্যেও প্রবল সমালোচনার ঝড় ওঠে। রাওয়াতের এই মন্তব্যের বিরুদ্ধে তাঁর 'নিরপেক্ষতা' নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা।

শুধু ওইটুকু বলেই ক্ষান্ত থাকেননি রাওয়াত। রীতিমতো 'রাজনৈতিক' হয়ে উঠেছিল তাঁর সেই মন্তব্য, “আমরা দেখছি হাজার-হাজার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের হিংসার পথে নিয়ে যাওয়া হচ্ছে। যাঁরা এর নেতৃত্ব দিচ্ছেন, তাঁর লিডার নন।”