বেতন বৃদ্ধি ইস্যুতে সরকারি কর্মীদের চূড়ান্ত বার্তা মুখ্যমন্ত্রীর!

কলকাতা: অবশেষে DA মামলার রায় ঘোষণা রাজ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল বা স্যাটে৷ আজ মামলার শুনানিতে বিচারক রঞ্জিতকুমার বাগ ও বিচারক সুবেশ দাসের এজলাস সাফ জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় হারেই দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা৷ তবে, এক বছরের মধ্যেই তা কার্যকর করার কথা বলা হয়েছে৷ কনজিউমার প্রাইস ইনডেক্স মানে সর্বভারতীয় ক্রেতা মূল্য সূচকের ভিত্তিতে মহার্ঘ

বেতন বৃদ্ধি ইস্যুতে সরকারি কর্মীদের চূড়ান্ত বার্তা মুখ্যমন্ত্রীর!

কলকাতা: অবশেষে DA মামলার রায় ঘোষণা রাজ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল বা স্যাটে৷ আজ মামলার শুনানিতে বিচারক রঞ্জিতকুমার বাগ ও বিচারক সুবেশ দাসের এজলাস সাফ জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় হারেই দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা৷ তবে, এক বছরের মধ্যেই তা কার্যকর করার কথা বলা হয়েছে৷ কনজিউমার প্রাইস ইনডেক্স মানে সর্বভারতীয় ক্রেতা মূল্য সূচকের ভিত্তিতে মহার্ঘ ভাতা নির্ধারণের কথাও জানানো হয়েছে৷ ডিএ মামলার রায় ঘোষণার পর এবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের খরচ খরচা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দিতে আমরা চাই৷ কিন্তু টাকা আসবে কোথা থেকে? এ বছর ৫৬ হাজার কোটি টাকা ঋণ শোধ করতে হবে আমার তার উপর পে কমিশন রয়েছে৷ সরকারের টাকার অবস্থা ভাল নয়৷ চাইলেই টাকা পাওয়া যাবে না৷  প্রত্যেকটা খরচ আগে থেকে ভেবে করতে হবে৷ আট বছর আগে মাসের এক তারিখে মাইনে হতো না৷ এখন তা হয়৷ আট বছরে গোটা রাজ্য ঘুরে দাঁড় করিয়ে দিয়েছি৷  আমার পক্ষে আর দেওয়া সম্ভব নয়৷ সরকার চলবে কোথা থেকে? এই যে এত মাইনে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকাই বা সরকার কোথা থেকে দেবে? আমরাই একমাত্র ১২৩ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে থাকি৷’’

কেন্দ্রের হারাই দিতে হবে মহার্ঘ ভাতা৷ বকেয়া মেটানোর কর্তব্য রাজ্যের৷ সাফ ঘোষণা স্যাটের৷ নগদ বা পিএফের মাধ্যমে তা যোগ করে দিতে হবে এই ভাতা৷ ষষ্ঠ পে কমিশন অথবা এক বছরের মধ্যে তা কার্যকর করতে হবে বলে নির্দেশ স্যাটের৷ আগামী তিন মাসের মধ্যেই মহার্ঘ ভাতার হার নির্ধারণেরও নির্দেশ দেওয়া হয়েছে৷

এদিনের এই রায়ের পরিপ্রেক্ষিতে আইনজীবী সরদার আমজাদ আলী বলেন, ‘‘মহার্ঘভাতা রাজ্য সরকার দিচ্ছে না৷ এই বঞ্চনা সম্পূর্ণ অন্যায়, অবৈধ৷ অনৈতিক ভাবে তাঁদের ডিএ দেওয়া হচ্ছে না৷ আজ আদালত সম্পূর্ণরূপে নির্ধারিত করে দিয়েছে, রাজ্যকে কেন্দ্রের হারে বেতন দিতে হবে৷ এই জন্য তিন মাসের মধ্যে রাজ্যকে নির্দেশ প্রকাশ করতে বলা হয়েছে৷’’

মামলাকারীদের দাবি, ডিএ বিষয়ে রাজ্য সরকার নীতিহীন পদক্ষেপ নিয়েছে৷ ভিন রাজ্যের কর্মীদের বিভিন্ন রকম ভাতা দিয়ে সরকার সংবিধান ভেঙেছে৷ কারও ব্যক্তিগত ইচ্ছাতে নয়, সুনির্দিষ্টভাবে প্রাইস ইনডেক্সের মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নির্ধারিত করার নির্দেশও দেয়া হয়েছে৷

গত ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি মহার্ঘভাতাকে ‘দয়ার দান’ বলে আগেই জানিয়েছিল স্যাট৷ এই মন্তব্যের প্রতিবাদে রাজ্য সরকারি কর্মচারীদের দুটি সংগঠন হাইকোর্টে মামলা দায়ের করে৷ হাইকোর্টের তরফে ওই মামলার শুনানিতে মহার্ঘভাতাকে সরকারি কর্মচারীদের ‘অধিকার’ বলে স্বীকৃতি দেওয়া হয়৷ তবে, ডিএ মামলার ভবিষ্যত নির্ধারণের জন্য স্যাটকে পুনর্বিবেচনার জন্য নির্দেশ দেয় হাইকোর্ট৷ এর পাল্টা মামলা করে রাজ্য৷ রাজ্যের মামলা খারিজ করে দেয় উচ্চ আদালত৷ হাইকোর্ট ফের মামলা পাঠায় স্যাটে৷ গত জুন মাসে শুনানি পর্ব শেষ হয়৷ আজ ছিল সেই মামলায় রায়দান৷

এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের ২৯ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে৷ কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মাহার্ঘ ভাতার ফারাক বেশ খানিকটা বেড়েছে৷ মূলত মহার্ঘ ভাতার হার মূল্য সূচকের উপর নির্ভর করবে, নাকি রাজ্য সরকার তা নির্ধারণ করবে এই নিয়ে জারি হয় বিভ্রান্তি৷ রাজ্যে কর্মরত কর্মীদের সঙ্গে ভিন রাজ্যের কর্মীদের ডিএ’র বৈষম্য দূরীকরণ নিয়েও ওঠে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 20 =