চুঁচুড়া: ফের বিকৃত ছবির শিকার রাজ্যের মুখ্যমন্ত্রী৷ এবার, আরামবাগের সংসদ সদস্য অপরূপা পোদ্দারের বাড়িতে পৌঁছল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি, সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ লেখা চিঠি৷ বাড়ির লেটার বক্স থেকে উদ্ধার হয়েছে ভুয়ো ঠিকানা লেখা চিঠি৷ চিঠি পাওয়ার পরেই শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের তৃণমূল সাংসদের৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই হাওড়ার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মা মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ একই রকম দু’টি বিকৃত ছবি-সহ গালিগালাজ লেখা একটি চিঠি পান অপরূপা৷ চিঠির নীচের লেখা সল্টলেকের একটি ঠিকানা৷ সঙ্গে মোবাইল নম্বর৷ জ্বলজ্বল করছে নামও৷ পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, উল্লেখ করা নাম-ঠিকানা, মোবাইল সবটাই ভুয়ো৷
এই চিঠি প্রসঙ্গে তৃণমূল সাংসদ জানান, ৮ তারিখ বাড়ি ফিরে লেটার বক্স খুলে আমি এই চিঠি পাই৷ মুখ্যমন্ত্রীকে হেয় করার জন্য কেউ এই কাজ করেছে৷ আমি চাই, পুলিস ঘটনার যথাযথ তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিক৷