দিঘায় গেলেন মুখ্যমন্ত্রী, দু’দিনে কী কী কর্মসূচি রয়েছে জানেন?

তমলুক: হওড়ার প্রশাসনিক বৈঠকে শেষে দু’দিনের দিঘা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, সন্ধ্যায় তিনি দিঘায় গিয়ে পৌঁছান৷ দিঘায় গিয়ে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন৷ জানাতে চান তাঁদের সুবিধা অসুবিধার কথা৷ দু’দিনের দিঘা সফরে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশাসনিক বৈঠকের পাশাপাশি ১৫০ কোটি ৫২ লক্ষ টাকা খরচে ৪৬টি প্রকল্পের শিলান্যাস করবেন মমতা৷

f5ba982e0d9faf6613b3e4a582590ac2

দিঘায় গেলেন মুখ্যমন্ত্রী, দু’দিনে কী কী কর্মসূচি রয়েছে জানেন?

তমলুক: হওড়ার প্রশাসনিক বৈঠকে শেষে দু’দিনের দিঘা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, সন্ধ্যায় তিনি দিঘায় গিয়ে পৌঁছান৷ দিঘায় গিয়ে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন৷ জানাতে চান তাঁদের সুবিধা অসুবিধার কথা৷

দু’দিনের দিঘা সফরে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশাসনিক বৈঠকের পাশাপাশি ১৫০ কোটি ৫২ লক্ষ টাকা খরচে ৪৬টি প্রকল্পের শিলান্যাস করবেন মমতা৷ একই সঙ্গে ২৫২ কোটি ৬২ লক্ষ টাকার অন্তত ৭৪টি প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা মুখ্যমন্ত্রীর হাত ধরে৷

মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেরই দুই মেদিনীপুর ও বাঁকুড়া থেকে দিঘায় পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ বাড়ানো হয়েছে নিপাত্তা৷ জেলা পুলিশের কর্তাও দিঘায় পৌঁছে গিয়েছেন৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামিকাল  মঙ্গলবার বিকেল ৮১ কোটি টাকা খরচে তৈরি দিঘা কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী দিঘায় সরকারি গেস্ট হাউসে প্রশাসন বৈঠক করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *