মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা যুদ্ধ ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের তপ্ত বাংলা

লকাতা: SSKM হাসপাতালে দাঁড়িয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চার ঘণ্টার মধ্যে পড়ুয়ারা কাজে যোগ না দিলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মমতার৷ মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা জুনিয়র ডাক্তারদেরর৷ গণ ইস্তফার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের৷ এদিন জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও

10c8bb436f93a119dd16917b6cd43b28

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা যুদ্ধ ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের তপ্ত বাংলা

লকাতা: SSKM হাসপাতালে দাঁড়িয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চার ঘণ্টার মধ্যে পড়ুয়ারা কাজে যোগ না দিলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মমতার৷ মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা জুনিয়র ডাক্তারদেরর৷ গণ ইস্তফার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের৷

এদিন জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও তাঁরা তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন৷ জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজনৈতিক যোগাযোগের অভিযোগ তোলায় মুখ্যমন্ত্রীকে ‘ নিঃস্বার্থ ক্ষমা’ চাওয়ার দাবি তুলেছেন আন্দোলনকারীরা৷ তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি আদতে অভিযোগযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন৷ মুখ্যমন্ত্রী এনআরএসে না আসা পর্যন্ত আন্দোলন চলবে৷ তাঁদের অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রী আমাদের আরবান নকশাল, বিজেপি কর্মী, সিপিএম কর্মী বলে অভিযোগ তুলেছেন৷ আমদের সমস্যা মেটানোর পরিবর্তে মুখ্যমন্ত্রী হুমকি দিয়ে গেলেন৷ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন৷ একজন আইপিএসের জন্য তিনি ধর্নায় বসতে পারেন, কিন্তু, ডাক্তাকরা মার খেলে তিনি কেন হুমকি দিচ্ছেন৷ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব৷’’ জুনিয়র ডাক্তারদের সাধারণ বৈঠক থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বৈঠকের পর অন্দোলনকারী চিকিৎসক অরিন্দম দত্ত বলেন, ‘‘আমরা মুখ্যমন্ত্রীর সমসসীমা মানছি না৷ আমরা গণ ইস্তফার দেব৷ আগামী দিনে বাংলায় চিকিৎসক শূন্য হতে চলেছে৷ এবার দেশজুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়বে৷ মাননীয়া মুখ্যমন্ত্রীকে আমরা চ্যালেঞ্জ জানালাম৷’’

আজ  SSKM হাসপাতালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, কাজা না করলে হস্টেলে থারা যাবে না৷ পরিষেবা না দিলে সুযোগ-সুবিধা ছিনিয়ে নেওয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি দেন মমতা৷ কাজে যোগ না দিলে কড়া ব্যবস্থা নেওয়ার হঁশিয়ারি মমতার৷ পরিষেবা না দিলে ডাক্তার হওয়া যায় না৷ পুলিশকে বলব, হাসপাতাল খালি করে দিতে৷ রোগী ছাড়া আর কেউ থাকবে না৷ এখানে বহিরাগতরা হামলা চালাচ্ছে৷ এই সব চলবে না৷ দেখি, আপনাদের কত নেতা আছে, ধরে নিয়ে আসুন৷ মন্তব্য মমতার৷

বৃহস্পতিবার দুপুরে SSKM হাসপাতালে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কথা বললেন চিকিৎসা না পাওয়া রোগীদের সঙ্গে৷ এদিন দুপুরে হঠাৎ SSKM হাসপাতালে পৌঁছে জরুরি বিভাগের সামনে চলে যান মমতা৷ কথা বলে রোগী পরিবারের সঙ্গে৷ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি৷ মুখ্যমন্ত্রী হাসপাতালে আসার আগেই তৈরি করা হয় ব্যারিকেড৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক নির্মল মাঝি৷ এদিন হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজখবর নেন তিনি৷ এদিন মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন টিকিৎসক পড়ুয়ারা৷ মমতার সামনেই বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন জুনিয়র পড়ুয়ারা৷

অন্যদিকে, এনআরএসকাণ্ডে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের হয়েছে এন্টালি থানায়৷ প্রথম মামলাটি করেছেন মৃত রোগী মহম্মদ সাদিকের পরিবার৷ দ্বিতীয় মামলাটি করেছেন মৃতের এক প্রতিবেশী৷ তিনি নিজেকে আক্রান্ত হবে দাবি করেছেন৷ তৃতীয় মামলাটি দায়ের করেছেন এক চিত্র সাংবাদিক৷ তাঁর ক্যামেরা ভেঙে দেওয়ার অভিযোগ জানিয়েছেন তিনি৷ এনআরএসকাণ্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দল তৈরি করেছে লালবাজার৷ এখনও পর্যন্ত ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *