মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি! প্রতিবাদের নামে ফের রেল অবরোধ বাংলায়

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি! প্রতিবাদের নামে ফের রেল অবরোধ বাংলায়

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি! প্রতিবাদের নামে ফের রেল অবরোধ বাংলায়

কলকাতা: নাগরিকত্ব সংশোধনি আইনের প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদের নামে তাণ্ডব, গুণ্ডামি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার আবেদন সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চলেছে৷ সোমবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার কাটতে না কাটতেই ফের রেল অবরোধ বাংলায়৷ সপ্তাহের শুরুতেই সতাসকালে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা৷

গত শুক্রবার থেকে লাগাতার রেল অবরোধ থেকে ট্রেন ভাঙচুর, আগুন, যাত্রীদের লক্ষ্য করে পাথর বৃষ্টি বাদ যায়নি কিছুই৷ এখনও পর্যন্ত বাংলার ১৬টি স্টেশনে পুরোপুরি ক্ষতিগ্রস্থ৷ ৬২টি ট্রেন পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ মঙ্গলবার একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷

মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের তরফে লাগাতার সতর্ক করার পরও নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজও অব্যাহত রেল অবরোধ৷ মঙ্গলবার সতাসকালে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার শাখার বাসুলডাঙা স্টেশনে রেল অবরোধ করেন উত্তেজিত জনতা৷ সকাল ৮টা ২০ নাগাদ রেললাইনের উপর রেলের পরিত্যক্ত লোহার পাত ফেলে অবরোধে সামিল হন এক শ্রেণির উত্তেজিত জমতা৷ অবরোধের জেরে থমকে যায় আপ ডায়মন্ড হারবার থেকে শিয়ালদা লোকাল৷ চূড়ান্ত নাকাল হন যাত্রীরা৷ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পরে ঘণ্টাখানেক পর রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লোহার পাত সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন৷

অন্যদিকে, স্টেশনগুলিতে বেপরোয়া হামলার জেরে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন৷ উত্তরবঙ্গে গিয়ে আটকে গিয়েছেন বহু পর্যটক থেকে সাধারণ যাত্রীরাও৷ পথ অবরোধের ভয়ে সড়ক পথও এড়িয়ে চলতে চাইছেন যাত্রীরা৷ সুযোগ বুধে উত্তর থেকে দক্ষিণে আসা বিমান ভাড়াও বেড়েছে কয়েকগুন৷ ৩ থেকে সাড়ে তিন হাজারি বিমান ভাড়া দাঁড়িয়েছে ৮-১০ হাজার টাকা৷

টানা চার দিনের রেলে তাণ্ডবের জেরে কেবলমাত্র উত্তরপূর্ব রেল বলছে ১৬ কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে৷ পরিস্থিতি ভয়াবহ৷ ভেঙে পড়েছে সিগনালিং ব্যবস্থা৷ আর তার জেরে আজও বাতিল বহু ট্রেন৷ বাতিল মালদহ বালুরঘাট লিঙ্ক গৌড় এক্সপ্রেস৷ বাতিল হয়েছে শিলিগুড়ি থেকে বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস৷ বাতিল বালুরঘাট থেকে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস৷ বাতিল হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস৷ চলবে না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷

বাতিলের তালিকায় রয়েছে বালুরঘাট কলকাতা এক্সপ্রেস৷ কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাতিল৷ শতাব্দী এক্সপ্রেস, চেন্নাই করমন্ডল এক্সপ্রেস, শালিমার এক্সপ্রেস বাতিল৷ উত্তরবঙ্গ এক্সপ্রেস বাতিল করা হয়েছে৷ রাধিকাপুর থেকে কলকাতা এক্সপ্রেস বাতিল৷ রানিনগর জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি এক্সপ্রেস বাতিল৷ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস বাতিল করা হয়েছে৷ চলছে সরাইঘাট এক্সপ্রেস৷

রেল কর্তৃপক্ষের অনুমান, প্রতিবাদের নামে গুণ্ডামির জেরে রেল পরিষেবা স্বাভাবিক হতে এক মাস সময় লাগতে পারে৷ কারণ, প্রতিবাদের নামে তাণ্ডবের জেরে ক্ষতিগ্রস্ত রেল লাইন সিগন্যাল ব্যবস্থা৷ উত্তরবঙ্গ ও অসমগামী প্রায় সব ট্রেন বাতিল৷ রামপুরহাট, কৃষ্ণনগরে পর ট্রেন চালানো সম্ভব হচ্ছে না৷ ফলে, মেরামতি করে কবে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা বুঝে উঠতে পারছেন না রেলের আধিকারিকরা৷ পরিষেবা স্বাভাবিক হতে এক মাস সময় লাগতে পারে বলে অনুমান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + nine =