‘মুখ্যমন্ত্রী বলুক, ওঁদের সভায় আমরা লোক ভরিয়ে দেব’, কটাক্ষ দিলীপের

কলকাতা: মঞ্চে উঠেই তিনি ঘোষণা করেছিলেন, ‘‘আমরা কথা শেষ না হওয়া পর্যন্ত কোথায় যাবেন না৷ আমার কথা মোন দিয়ে শুনবেন৷’’ তৃণমূল নেত্রীর এই ঘোষণার আধ ঘণ্টার মধ্যেই টিপু সুলতান মসজিদের রাস্তায় প্রায় ফাঁকা! মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন কেউ গেলেন চিড়িয়াখানায়, কেউ বা আবার টানা রোড থেকে বাঁচতে ছুটলেন বাস-গাড়ির দিকে৷ আজ এই ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে

‘মুখ্যমন্ত্রী বলুক, ওঁদের সভায় আমরা লোক ভরিয়ে দেব’, কটাক্ষ দিলীপের

কলকাতা: মঞ্চে উঠেই তিনি ঘোষণা করেছিলেন, ‘‘আমরা কথা শেষ না হওয়া পর্যন্ত কোথায় যাবেন না৷ আমার কথা মোন দিয়ে শুনবেন৷’’ তৃণমূল নেত্রীর এই ঘোষণার আধ ঘণ্টার মধ্যেই টিপু সুলতান মসজিদের রাস্তায় প্রায় ফাঁকা! মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন কেউ গেলেন চিড়িয়াখানায়, কেউ বা আবার টানা রোড থেকে বাঁচতে ছুটলেন বাস-গাড়ির দিকে৷ আজ এই ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ জানেন দিলীপ ঘোষ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বললে তৃণমূলের সভায় বিজেপি ভরানোর ব্যবস্থা বিজেপি করবে বলেও কটাক্ষ করে বিজেপি সাংসদ৷

শনিবার সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ বলেন, ‘‘আজ তৃণমূল ডিমভাত খাইয়ে লোক আনা হয়েছে৷ তাও নেত্রীর ভাষণের মধ্যেই অর্ধেক ফাঁকা হয়ে গিয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেউ যাবেন না৷ কিন্তু, তাঁর দলের কর্মীরা তাঁর নির্দেশই পালন করলেন না৷ আজ, মমতার সভার জন্য চিড়িয়াখানা বন্ধ করে রাখা হয়েছিল৷ কারণ, চিড়িয়াখানা খোলা থাকলে ২১ সার্কাস থেকে চিড়ায়াখানায় বেশি ভিড় হত৷ এভাবে লোক আনার চেষ্টা করলেও আজ ব্যর্থ হয়েছে বিজেপি৷ আমি তো মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার সভায় লোক কম পড়লে আমাদের বলুন, আমরা লোক ভরিয়ে দেব৷’’ যদিও তৃণমূলের তরফে পাল্টা ছবি প্রকাশ করে ‘জনপ্লাবনের কিছু ছবি’ টুইট করা হয়েছে৷

শনিবার ২১ জুলাইয়ের সভায় বেশ ভিড় হলেও তাল কাটে মাঝপথে৷ মুখ্যমন্ত্রী যখন দলের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করছেন, ঠিক তখনই সভা থেকে পিছুটান নিতে দেখা যায় কর্মীদের৷ টিপু সুলতান মসজিদের সামনের রাস্তা ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে৷ ঘড়িতে তখন ১টা বেজে ২৮ মিনিট৷

‘মুখ্যমন্ত্রী বলুক, ওঁদের সভায় আমরা লোক ভরিয়ে দেব’, কটাক্ষ দিলীপেরমুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন টানা রোদ, হাঁসফাঁস গরমে অসুস্থ হয়ে পড়েন এক তৃণমূল কর্মী৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা অসুস্থ কর্মীকে উদ্ধার করেন৷ অন্যদিকে, ঘোষণা সত্ত্বেও দলের নির্দেশ পাত্তা না দিয়ে অনেকেই হাটা দেন চিড়িয়াখানায়৷ দুপুর সাড়ে ১২টা নাগাদ বহু তৃণমূল কর্মীকে চিড়িয়াখানায় ঘুরতে দেখা যায়৷

আজ ২১ জুলাইয়ের সমাবেশে ফের প্রমাণ করার চ্যালেঞ্জ টিম তৃণমূলের৷ লোকসভা ভোটে রাজ্যে দলের ফল আশানুরূপ না হলেও তিনিই যে এই মুহূর্তে গোটা দেশে মোদিবিরোধী শিবিরের মধ্যমণি, আজ তা ফেলে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মঞ্চ থেকে একগুচ্ছ কর্মসূচি কর্মসূচি ঘোষণা করেন মমতা৷ আগামী ২৯ জুলাই বুথে বুথে বড়সড় কর্মসূচির ঘোষণা মমতা আগামী ৯ আগস্ট বিজেপি বাংলা ছাড়ো অভিযানের ডাক মমতার৷

‘মুখ্যমন্ত্রী বলুক, ওঁদের সভায় আমরা লোক ভরিয়ে দেব’, কটাক্ষ দিলীপেরএদিন কাটমানি কাটমানির প্রসঙ্গ তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘ভোটের নামে কত টাকা কাটমানি নিয়েছো? কাল টাকার কাটমানি ফিরিয়ে দাও৷ ১৫ লক্ষ্য টাকার কাটমানি ফিরিয়ে দাও৷ এবার বিজেপির বিরুদ্ধে আমাদের কাটমানি ফিরিয়ে দেওয়ার আন্দোলন হবে৷’’ কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পের বিজেপির কেলেঙ্কারির ‘খাপ’ খোলারও নির্দেশ দেন মমতা৷ জানান, উজ্জ্বলা যোজনার নামে বিজেপির নেতারা কত কোটি টাকার কাটমানি নিয়েছে? কী ওদের খাপটা এবার খুলব? অনেক অভিযোগ এসেছে আমাদের কাছে৷ আমরা এবার তদন্ত করব৷ দেখি, কোথায় গেল কাটমানির টাকা?’’

চিটফান্ড কেলেঙ্কারি প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় তদন্ত সংস্থাকেও কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘আজ শতাব্দী আমাকে বলল, ওকে ইডি ডেকে৷ প্রসেনজিৎকে ডেকেছে, ঋতুপর্ণাকে ডেকেছে৷ আরও অনেককেই ডাকবে৷ কারণ, ওরা জোর করে ফাঁসানোর চেষ্টা করছে৷ একনজনকে জেরা করতে গিয়ে বলা হয়েছে, একজন প্রভাবশালীর নাম বলতে৷ যাতে একজনকে ফাঁসানো যায়৷ আমার কাছে সেই সংক্রান্ত নথি আছে৷ তবে, আমরা ভয় করি না৷ আমরা আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যাব৷’’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের নাম না করে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ‘‘অনেকেই বলছেন, তৃণমূলের কর্মীদের বাস থেকে নামিয়ে মারবেন৷ কিন্তু, আমি বলছি, বিজেপি আপনারা মিছিল মিটিং করবেন না? যদি তখন জনতা আপনাদের আটকে দেন, তখন কী হবে?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 18 =