জনতাকে মিষ্টিমুখ করাতে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, প্যাকেট পাইনি শুনব না

কলকাতা: ফের নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তুমুল উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিলিগুড়ির কমিশনারের তরফে ডাকা বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বাঙালির নোবেলজয়ী প্রসঙ্গে ছড়া কাটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে জনতাকে মিষ্টিমুখ করাতে পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ এদিন অনুষ্ঠান শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দেখছেন তো কখনও কখনও কেউ বিদ্রুপ করে বলে, বাংলায় নাকি

3 stocks recomended

কলকাতা: ফের নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তুমুল উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিলিগুড়ির কমিশনারের তরফে ডাকা বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বাঙালির নোবেলজয়ী প্রসঙ্গে ছড়া কাটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে জনতাকে মিষ্টিমুখ করাতে পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷

এদিন অনুষ্ঠান শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দেখছেন তো কখনও কখনও কেউ বিদ্রুপ করে বলে, বাংলায় নাকি বিজ্ঞানী তৈরি হয় না৷ আর যেই না বলল, তার তিনদিন পরে দেখলেন নোবেল প্রাইজ পেয়ে গেল বাংলা৷ তাঁর স্ত্রীও আবার নোবেল পেয়েছে৷ ডবল-ডবল৷ এত নোবেল কোথাও পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার বঙ্গভূমি৷ আমার বাংলার্ভূমি৷ মাথায় রাখবেন, নাসা থেকে ভাষা, বাংলা আছে৷ বাংলা একদিন বিশ্বসেরা হবে৷ বাংলা একদিন বিশ্ব জয় করবে৷ কন্যাশ্রী থেকে দুর্গাশ্রী, সব কিছুতেই বাংলা এগিয়ে আছে৷ আপনারা বিশ্বসেরা হবেন এটাই আমার স্বপ্ন৷ এটাই আমার স্বপ্নের ভোর৷ এটাই আমার ভবিষ্যতের চিন্তা ভাবনা৷ এটাই আমার ভবিষ্যতের লক্ষ্য৷ বাংলা আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে৷ আসুন এই আশা নিয়ে দেশ গড়ি৷’’

জনতাকে মিষ্টিমুখ করাতে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

জনতাকে মিষ্টিমুখ করাতে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, কিন্তু কেন?

Gepostet von Aaj Bikel আজ বিকেল am Montag, 21. Oktober 2019

এদিন অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী পুলিশকর্তাদের উদ্দেশ্যে সাফ জানিয়ে দেন, মিষ্টির প্যাকেট ছাড়া যেন একটিও মানুষ চলে না যায়৷ এই প্রসঙ্গে দর্শকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পুলিশ বিজয় সম্মিলনীতে মিষ্টি দিচ্ছে তো? প্যাকেট দিয়েছে না? দিলে যাওয়ার সময় দিয়ে দাও৷ আমি শুনতে চাই না একজন প্যাকেট পাইনি৷ যদি কেউ না পান বলে দেবেন৷ আসার সময় দিয়েছে, যাওয়ার সময় দেবে৷ মিষ্টিমুখ করে যাবেন৷ শুভ বিজয়া বলে একটু মিষ্টিমুখ৷ এই আপনাদের নিয়ে একটু আনন্দ এই একটু বসলাম৷ একসঙ্গে দেখা হল৷ পুজোর পর৷ সবাই মিলে৷ এটাই তো বড় প্রাপ্তি৷ ভালো থাকুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =