অবশেষে ক্ষমতা ফিরে পেলেন মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা: গোটা দেশ থেকে আদর্শ নির্বাচনী আচরণবিধি (এমসিসি) উঠে গেল। রবিবার বিজ্ঞপ্তি জারি করে এই বিধি তুলে নিল জাতীয় নির্বাচন কমিশন। গত ১০ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল কমিশন। ওই দিন থেকেই ভারতবর্ষ জুড়ে এই নির্বাচনী আচরণবিধি জারি করা হয়েছিল। যার ফলে কেন্দ্র ও রাজ্য প্রশাসনগুলি কমিশনের আওতায় চলে গিয়েছিল। দৈনন্দিন কাজের বাইরে সরকার

অবশেষে ক্ষমতা ফিরে পেলেন মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা: গোটা দেশ থেকে আদর্শ নির্বাচনী আচরণবিধি (এমসিসি) উঠে গেল। রবিবার বিজ্ঞপ্তি জারি করে এই বিধি তুলে নিল জাতীয় নির্বাচন কমিশন। গত ১০ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল কমিশন। ওই দিন থেকেই ভারতবর্ষ জুড়ে এই নির্বাচনী আচরণবিধি জারি করা হয়েছিল।

যার ফলে কেন্দ্র ও রাজ্য প্রশাসনগুলি কমিশনের আওতায় চলে গিয়েছিল। দৈনন্দিন কাজের বাইরে সরকার নয়া কোনও প্রকল্প ঘোষণা কিংবা তা কার্যকর করতে পারছিল না। লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং সিকিমে এই সময়কালে বিধানসভা ভোটও অনুষ্ঠিত হয়। রবিবার কমিশনের তরফে সেই আদর্শ আচরণবিধি প্রত্যাহারের সিদ্ধান্তে ফের পশ্চিমবঙ্গ-সহ রাজ্য সরকারগুলি নিজেদের ক্ষমতা ফিরে পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *