নয়াদিল্লি: I am Kejriwal , I am not terrorist – দিল্লির নির্বাচনের পর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অনায়াসেই এখন এই কথা বলতে পারেন। বুক চিতিয়ে তিনি বলতে পারেন ৫৬ ইঞ্চি বুকের ছাতি রয়েছে তাঁর।
দিল্লির নির্বাচনের ফলাফল ৬৩-৭। গেরুয়া শিবির কিছুদিন আগেই যাকে টেরোরিস্ট বা সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছিল, তিনি এখন রাজধনীর হিরো। তৃতীয় বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী। দিল্লির নির্বাচনে একদিকে বিদ্যুৎ, জল, রাস্তা, স্বাস্থ্য অন্যদিকে, গুলি বন্দুক, শাহীনবাগ, টেরোরিস্ট ইত্যাদি ছিল। সেক্ষেত্রে জনতার বেছে নেওয়ার কাজটা কঠিন ছিল না।
প্রথম থেকেই বিজেপির গেমপ্ল্যান বুঝে নিয়েছিল কেজরি। দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদী- জাতীয়তাবাদী রাজনীতির ফাঁদে পা দেননি তিনি। আবার নরেন্দ্র মোদী – অমিত শাহকে অকারনে আক্রমণও করেননি তিনি। সাবধানে খেলেই দিল্লিতে সাফল্য এসেছে। অন্য দিকে রাজধানীতে সিএএ বিরোধী আন্দোলনকে ঘিরে জামিয়া নগর এবং শাহীনবাগে যে আন্দোলন চলছে তাকে ইস্যু করে বিজেপি কেজরি কে টেররিস্ট বলে। সেক্ষেত্রে কেজরিয়াল নির্বাচিত হলে গেরুয়া শিবিরের নাকে ঝামা ঘষে দিয়েছে।
জনতার থেকেও দূরে সরেছে বিজেপি। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল।