কলকাতা: রাজ্য প্রশাসনের রদবদল ঘটানোর পর এবার মুখ্যমন্ত্রীর নজরে রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপার৷ ভোটের পর এই প্রথম রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের নবান্নে তলব করলেন মুখ্যমন্ত্রী৷ আগামী সাত জুন এই বৈঠক হওয়ার কথা৷ কিন্তু, হঠাৎ কেন এই তলব?
নবান্ন সূত্রে খবর, ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকে ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত দফায় দফায় আগুন জ্বলেছে বাংলায়৷ আইন-শৃঙ্খলাও কোথাও কোথাও ভেঙে পড়েছে৷ পার্টি অফিস দখল হওয়া থেকে খুন-খারাপি চলছেই৷ এই পরিস্থিতি মোকাবিলা করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে৷
অন্যনিকে, ভাটপাড়া-নৈহাটি-বারাকপুরে আশান্তি রুখতে সিপিকে নির্দেশ দিয়েছে নবান্ন৷ দ্রুত দুষ্কৃতীদের ধরা ও অস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে৷