কচুয়ার লোকনাথ ধামে পদপিষ্ট হয়ে মৃত্যু, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: কচুয়ায় পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ ঘোষণা করলেন ক্ষতিপূরণের৷ আহত ও নিহত পরিবারকে আর্থিক সহযোগিতার ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, আশঙ্কাজনক অবস্থায় থাকা পরিবারকে এক লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ আজ, শুক্রবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে ন্যাশানল মেডিক্যাল কলেজ

কচুয়ার লোকনাথ ধামে পদপিষ্ট হয়ে মৃত্যু, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: কচুয়ায় পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ ঘোষণা করলেন ক্ষতিপূরণের৷ আহত ও নিহত পরিবারকে আর্থিক সহযোগিতার ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, আশঙ্কাজনক অবস্থায় থাকা পরিবারকে এক লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

আজ, শুক্রবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে ন্যাশানল মেডিক্যাল কলেজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে আহতদের সঙ্গে কথা বলেন৷ মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি৷ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷

কচুয়া লোকনাথধামে পদপিষ্ট হয়ে মৃত্যু৷ মন্দিরের পাঁচিল ভেঙে বিপত্তি৷ বৃহস্পতিবার পদপিষ্ট হয়ে ৬০ জন গুরুতর জখম হন৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়৷  জানা গিয়েছে, জন্মাষ্টমী উপলক্ষ্যে ভক্তদের ভিড় হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে৷ হঠাৎ বৃষ্টি নামায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে৷ বৃষ্টি নামার পর হঠাৎই ভক্তরা মন্দিরের মধ্যে ঢোকার চেষ্টা করেন৷ তখনই মন্দিরের একটি একাংশের পাঁচিল ভেঙে পড়ে৷ পাঁচিল ভেঙে পড়ায় গুরুতর জখম হন বেশ কয়েকজন৷

১৬ জনকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়৷ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়৷ আজ তাঁদের মধ্য থেকে চার জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর৷ কিন্তু এত বড় একটি অনুষ্ঠানেও কেন ঠিকঠাক পুলিশি ব্যবস্থা ছিল না? তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা৷ অভিযোগ, ভক্তদের ভিড় সামাল দিতে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না৷ আর সেই কারণেই এই ঘটনা ঘটে গিয়েছে বলে অনেকেই মনে করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =