বাংলা ভোটের প্রচারে এবার ছোটা ভীম থেকে মোটু-পাতলুও

হাওড়া: কোথাও ছোটা ভীমের মুখ দিয়ে বলানো হচ্ছে ‘চৌকিদার চোর হ্যায়‘। আবার কোথাও মোটু ও পাতলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ করে দেখানো হচ্ছে। এইভাবেই ভোটের দামামা বাজতেই কার্টুনের এই চরিত্রগুলিকে দেওয়ালে এঁকে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ভোট ঘোষণা হতেই দেওয়ালে নানা রকম ব্যঙ্গচিত্র এঁকে প্রচার শুরু করা

বাংলা ভোটের প্রচারে এবার ছোটা ভীম থেকে মোটু-পাতলুও

হাওড়া: কোথাও ছোটা ভীমের মুখ দিয়ে বলানো হচ্ছে ‘চৌকিদার চোর হ্যায়‘। আবার কোথাও মোটু ও পাতলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ করে দেখানো হচ্ছে। এইভাবেই ভোটের দামামা বাজতেই কার্টুনের এই চরিত্রগুলিকে দেওয়ালে এঁকে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।

ভোট ঘোষণা হতেই দেওয়ালে নানা রকম ব্যঙ্গচিত্র এঁকে প্রচার শুরু করা হচ্ছে। তবে শুধু তৃণমূলই যে দেওয়ালে এই ব্যঙ্গচিত্র আঁকছে তা নয়, প্রার্থীদের নাম এখনও জানা না গেলেও বিজেপিও কিছু কিছু জায়গায় তাদের দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। তারাও একটি ছবি এঁকে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসিয়ে পাশে লিখেছে, ‘চোর মাচায়ে শোর’। আর এই দেওয়াল লিখনের প্রতিযোগিতাই এখন সাধারণ মানুষকে বেশি আকর্ষণ করছে। সাধারণ মানুষ এই প্রতিযোগিতা বেশ উপভোগও করছেন। তাই পথচলতি মানুষ যেতে যেতে এক মিনিট দাঁড়িয়ে এই দেওয়ালের আঁকা ও লেখাও পড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + two =