চন্দ্রবাবু আসবেন, চা খেয়ে আবার চলে যাবেন, কটাক্ষ দিলীপের

কলকাতা: দেশের সঙ্গেই বাংলাতেও আছড়ে পড়তে পারে গেরুয়া ঝড়! জনমত সমীক্ষায় এহেন পূর্বাভাসের পরে উল্লসিত বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ উল্লাস প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিলেন খোঁচা৷ জনমত সমীক্ষায় বাংলাতেও দলের দারুণ ফলের সম্ভাবনার কথা জেনে মুখ্যমন্ত্রীকে বিঁধতে দেরি করেননি তিনি। তার উপরে মেদিনীপুর কেন্দ্র থেকে দিলীপবাবুর নিজের জেতার সম্ভাবনাও প্রবল বলে এবিপি আনন্দ নিয়েলসেন

চন্দ্রবাবু আসবেন, চা খেয়ে আবার চলে যাবেন, কটাক্ষ দিলীপের

কলকাতা: দেশের সঙ্গেই বাংলাতেও আছড়ে পড়তে পারে গেরুয়া ঝড়! জনমত সমীক্ষায় এহেন পূর্বাভাসের পরে উল্লসিত বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ উল্লাস প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিলেন খোঁচা৷

জনমত সমীক্ষায় বাংলাতেও দলের দারুণ ফলের সম্ভাবনার কথা জেনে মুখ্যমন্ত্রীকে বিঁধতে দেরি করেননি তিনি। তার উপরে মেদিনীপুর কেন্দ্র থেকে দিলীপবাবুর নিজের জেতার সম্ভাবনাও প্রবল বলে এবিপি আনন্দ নিয়েলসেন সমীক্ষায় প্রকাশিত হয়েছে। খোশমেজাজে থাকা দিলীপ ঘোষ চন্দ্রবাবুকে কটাক্ষ করে বলেছেন, ‘‘চন্দ্রবাবু আসবেন, চা খেয়ে আবার চলে যাবেন৷’’

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ বিরোধী মহাজোট গঠন নিয়েই তাঁদের মধ্যে আলোচনা হওয়ার কথা৷ সেই বৈঠককেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ৷ বলেন, ‘‘দিদিমণির তো মন খারাপ হয়ে গিয়েছে, কীসের বৈঠক আবার? মায়াবতী তো দিল্লি যাচ্ছেন না৷ এতদিনের যে ড্রামা সেই সব প্ল্যান ভেস্তে গিয়েছে। চন্দ্রবাবু নিজের জায়গায় হারবেন, দিদি নিজের জায়গায় হারবেন। এর পরেও যদিও আসেন, চা খেয়ে চলে যাবেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *