মাত্র ৫ দিনে চন্দ্রবাবুর স্ত্রী ও ছেলের সম্পদ বাড়ল ৮২২ কোটি টাকা! কীভাবে? 

নাইডুর পরিবারে লক্ষ্মীলাভ (Naidu family’s wealth) নির্বাচনের কী মহিমা! ভোট দিলেন আপনি, আর মুনাফা লুটল অন্য কেউ! হ্যাঁ, লোকসভা ভোটের ফল ঘোষণার হওয়ার ৫ দিনের…

Chandrababu Naidu family wealth

নাইডুর পরিবারে লক্ষ্মীলাভ (Naidu family’s wealth)

নির্বাচনের কী মহিমা! ভোট দিলেন আপনি, আর মুনাফা লুটল অন্য কেউ! হ্যাঁ, লোকসভা ভোটের ফল ঘোষণার হওয়ার ৫ দিনের মধ্যেই চন্দ্রবাবু নাইডুর স্ত্রীর সম্পদ বাড়ল ৫৮৪ কোটি টাকা৷ আর তাঁর ছেলের সম্পদ বাড়ল ২৩৮ কোটি টাকা৷ ভোটে আবার দর কষাকষির সৌজন্যে নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনও করতে চলেছেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু৷ লোকসভা ভোট তো নয়, এ যেন কার্যত লক্ষ্মীলাভ…

আরও বাড়ল সম্পদ (Chandrababu Naidu wife’s wealth)

দেশের সিংহভাগ এক্সিট পোল ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছিল, কেন্দ্রে ৩৫০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী৷ এক্সিট পোলের রিপোর্ট প্রকাশ্যে আসতেই রেকর্ড বৃদ্ধির সাক্ষী হয়েছিল দেশের শেয়ার সূচক৷ কিন্তু, শেয়ার সূচক বৃদ্ধির ২৪ ঘণ্টার কাটতে না কাটতেই ঘটে গিয়েছিল ঠিক তার বিপরীত ঘটনা৷ লোকসভা নির্বাচনের গণনা পর্ব শুরু হতেই হুড়মুড়িয়ে পড়তে শুরু করে শেয়ার সূচক৷ মাত্র ১ দিনের সূচক পড়ে প্রায় দেড় হাজার পয়েন্ট৷ রাতারাতি শেয়ার সূচকের পতনের জেরে বিপুল ক্ষতির মুখোমুখি হল সাধারণ ছোট বিনিয়োগকারীরা৷ বাজার থেকে রাতারাতি কয়েক হাজার কোটি টাকা গায়েব হয়ে গেলেও কোনও প্রভাবই পড়েনি চন্দ্রবাবু নাইডুর পরিবারে৷

হেরিটেজ ফুডস লিমিটেড (Heritage Foods)

শেয়ার সূচক দেড়ে হাজার পয়েন্ট নিচে পড়লেও লাভের মুখ দেখল টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর খাদ্যপণ্য প্রস্তুতকারী সংস্থা হেরিটেজ ফুডস লিমিটেড৷ মাত্র ৫ দিনে লাফিয়ে বেড়েছে হেরিটেজ ফুডস লিমিটেডের শেয়ারের দাম৷ যেখানে গত ৪ জুন নিফটি ১৩৭৯ পয়েন্ট ও সেনসেক্স ৪৩৮৯ পয়েন্ট নিচে বন্ধ হয়, সেখানে হেরিটেজ ফুডস লিমিটেডের শেয়ারের দাম একদিনে প্রায় ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪০৫টাকা৷

৭৮৩.৬৬ শতাংশ দাম বৃদ্ধি (Wealth increase)

লোকসভা ভোটের ফল প্রকাশের পর ৪০৫টাকার সেই শেয়ার এখন ৬০৭টাকায় ট্রেড হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে৷ অর্থাৎ হত পাঁচ দিনে চন্দ্রবাবু নাইডুর পারিবারিক সংস্থার দাম বেড়েছে প্রায় ৫৫.৭৯শতাংশ৷ ভোটের ফল প্রকাশের আগে যদিও ওই সংস্থার শেয়ার মূল ছিল গড়ে ৩০১টাকার কাছাকাছি৷ গত ২০১৭ সালের ডিসেম্বর নাগাদ ওই স্টকের সর্বোচ্চ দাম ছিল ৪৫০টাকা৷ তারপর থেকে আর কোনও দিনও ২৮৮টাকার উপরে উঠতে পারেনি ওই সংস্থার দাম৷ কোভিডের সময় সংস্থার দাম ছিল মাত্র ৭২.২০টাকা৷ কোভিডের পর থেকে ভোটের ফল ঘোষণার পরবর্তীর সময় পর্যন্ত, মোট ৩৯৮ দিনে ৭৮৩.৬৬ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে এই সংস্থার শেয়ারে৷ ৭২.২০টাকা থেকে ৬৬১.২৫টাকা! ভাবা যায়…

Heritage Foods stock price

Heritage Foods stock increase

নাইডু পরিবারের সম্পদ প্রায় ৮২২ কোটি টাকা (Naidu family’s wealth boost)

রাতারাতি সংস্থা আঙুল ফুলে কলাগাছ হওয়ায়, মাত্র পাঁচদিনে চন্দ্রবাবু নাইডুর স্ত্রী নারা ভুবনেশ্বরীর সম্পদ ৫৮৪ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে৷ চন্দ্রবাবু-পত্নীর নামে রয়েছে হেরিটেজ ফুডসের ২ কোটি ২৫ লক্ষ ১১ হাজার ৫২৫ শেয়ার৷ চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশের কাছে আছে ১ কোটি ৩৭ হাজার ৪৫৩ শেয়ার৷ হেরিটেজ ফুডসের অন্যতম অংশীদার চন্দ্রবাবুর স্ত্রী ভুবনেশ্বরী৷ তাঁর অধীনে রয়েছে সংস্থার মোট ২৪.৩৭ শতাংশ শেয়ার৷ রাতারাতি শেয়ারের দাম বৃদ্ধি হওয়ায় নাইডু পরিবারের সম্পদ প্রায় ৮২২ কোটি টাকা বেড়েছে৷ আর স্ত্রী ও ছেলের হাতে হাতে থাকা মোট শেয়ারের মূল এখন ২১,৫২,৩০,১১,৭০২.৫টাকা…

আগামী বছর অবসর নেবেন মোদী? ‘আসল ছবি’ শুরু করার হুঁশিয়ারি

সামনেই মিনি নির্বাচন! ঘুরে দাঁড়াবে বঙ্গ বিজেপি? নাকি ফের ভরাডুবি?

শেয়ারপিছু ১২০ টাকা ডিভিডেন্ড দেবে এই সংস্থা! কেনা আছে নাকি?

Chandrababu Naidu wife’s wealth increase. In a remarkable turn of events, Chandrababu Naidu’s wife’s wealth increased by ₹584 crores and his son’s by ₹238 crores in just 5 days during the Lok Sabha elections. Learn how their company, Heritage Foods, saw a massive stock price surge despite market fluctuations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *