কলকাতা: টানা ৪৫ মিনিট ধরে রুদ্ধদার বৈঠক করলেন দুই মুখ্যমন্ত্রী৷ আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করে গেলেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু৷ তবে, বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি না হয়েই সোজা বিনামবন্দরে পৌঁছে গেল টিডিপি সুপ্রিমোর কনভয়৷
West Bengal: Andhra Pradesh CM & TDP leader N Chandrababu Naidu meets CM & TMC leader Mamata Banerjee in Kolkata. pic.twitter.com/7a1ndgwYwf
— ANI (@ANI) May 20, 2019
সূত্রের খবর, এদিনের বৈঠকে বিজেপি বিরোধী জোটের রণকৌশল নিয়েই মূলতঃ আলোচনা হয়৷ আগামী ২৩ মে পরবর্তী স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হবে বলেও সূত্র জানাচ্ছে। ৪৫ মিনিট ধরে তাঁদের মধ্যে বৈঠক হয়। যদিও সংবাদ মাধ্যমের সামনে দু’জনের কেউই কিছু জানাননি। অন্যদিকে আজ উত্তরপ্রদেশে সপা-বিএসপি বৈঠক হয়। যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খোলেননি অখিলেশ বা মায়াবতী কেউই।