‘চাণক্য’ এখন ‘মেড ইন চায়না’, কটাক্ষ অভিষেকের

কলকাতা: একই দিনে হাত ছাড়াও দু’টি পুরসভার দখল নিয়ে নাম না করে মুকুল রায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শনিবার সাংসদিক বৈঠক করে বলেন, ‘‘এক জনকে চাণক্য বলে অভিহিত করেছিল কোনও কোনও সংবাদমাধ্যম৷ কিন্তু দেড় মাস কাটতেই তো ১৪ জন ফিরে এলেন৷ নামের আগে একটা মেড ইন চায়না বসান৷ এই চাণক্য মেড

6fbbffab43582ae31a6e23c77c57a4e3

‘চাণক্য’ এখন ‘মেড ইন চায়না’, কটাক্ষ অভিষেকের

কলকাতা: একই দিনে হাত ছাড়াও দু’টি পুরসভার দখল নিয়ে নাম না করে মুকুল রায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন  তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শনিবার সাংসদিক বৈঠক করে বলেন, ‘‘এক জনকে চাণক্য বলে অভিহিত করেছিল কোনও কোনও সংবাদমাধ্যম৷ কিন্তু দেড় মাস কাটতেই তো ১৪ জন ফিরে এলেন৷ নামের আগে একটা মেড ইন চায়না বসান৷ এই চাণক্য মেড ইন চায়না৷’’

শনিবার সাংবাদিক বৈঠক করে কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভা ফের তৃণমূলের দখলে দাবি জনান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সাংবাদিক বৈঠক করে তিনি জানান, হালিশহরে বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফিরেছেন৩ জন কাউন্সিলর৷ আর তাতেই পুরসভায় সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল৷ হালিশহর পুরসভার ২৩ জন কাউন্সিলরের মধ্যে ১৩ জন তৃণমূলের৷ কাঁচরাপাড়ায় বেশ কয়েকজন কাউন্সিলর বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে৷ ১৯ জন কাউন্সিলর নিয়ে কাঁচরাপাড়া পুরসভায় সংখ্যাগরিষ্ঠ তৃণমূল৷ হালিশহরে তৃণমূলের ৮ কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়ে মঙ্গলবার ফের তৃণমূলে ফিরে আসেছেন বলে দাবি করেন ফিরহাদ হাকিম৷

এদিন সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘১০৭ জন তৃণমূল বিধায়ক নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে৷ যে নেতা পাড়ার কাউন্সিলরকে রক্ষা করতে পারেন না, তিনি আবার বিধায়কদের সামলাবেন৷ কথায় বলে না, ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *