দপ্তর ফেলে কন্যাকুমারীতে SSC-র চেয়ারম্যান! শো-কজ শিক্ষা দপ্তরের!

কলকাতা: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ হতে না হতেই নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে৷ কমিশনের দপ্তরে হত্যে দিয়ে পড়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা৷ জমছে অভিযোগের পাহাড়৷ মেধাতালিকায় চূড়ান্ত অনিয়মের অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছেন চাকরিপ্রার্থীদের বড় অংশ৷ প্রশ্নের মুখে উঠেছে কমিশনের স্বচ্ছ নিয়োগের ভূমিকা৷ উচ্চ প্রাথমিকের মেধাতালিকা ঘিরে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে চাকরিপ্রার্থী মহলে যখন

3 stocks recomended

কলকাতা: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ হতে না হতেই নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে৷ কমিশনের দপ্তরে হত্যে দিয়ে পড়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা৷ জমছে অভিযোগের পাহাড়৷ মেধাতালিকায় চূড়ান্ত অনিয়মের অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছেন চাকরিপ্রার্থীদের বড় অংশ৷ প্রশ্নের মুখে উঠেছে কমিশনের স্বচ্ছ নিয়োগের ভূমিকা৷ উচ্চ প্রাথমিকের মেধাতালিকা ঘিরে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে চাকরিপ্রার্থী মহলে যখন ক্ষোভ বাড়ছে, ঠিক তখনই দিব্য কন্যাকুমারী সফরে কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার!

অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের কাউকে না জানিয়ে কন্যাকুমারী সফরে যাওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে শোকজ নোটিশ ধরিয়েছে স্কুল সার্ভিস কমিশন৷ অভিযোগ উচ্চ প্রাথমিকে মেধা তালিকায় একের পর এক অনিয়ম ও লাগাতার চাকরিপ্রার্থীদের অভিযোগের কারণ জানতে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের ফোন করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রী কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান৷ কিন্তু কমিশনের চেয়ারম্যানকে না পেয়ে উষ্মা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী৷ জানতে চান তিনি কোথায় আছেন৷ এরপরই ঘটে ঘটনাটি সামনে আসে৷

শিক্ষামন্ত্রী খোঁজ নিয়ে জানতে পেরেছেন, সংশ্লিষ্ট মহলের কাউকে না জানিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার চলে গিয়েছেন কন্যাকুমারী সফরে৷ স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে যখন চাকরিপ্রার্থীদের উপচে পড়া ভিড়৷ অভিযোগ ঘিরে কমিশনের স্বচ্ছতা যখন প্রশ্নের মুখে, তখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কন্যাকুমারী সফরকে ঘিরে উঠছে প্রশ্ন৷ কাউকে না জানিয়ে তিনি কেন দপ্তরে গরহাজির, তা জানতে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফ সৌমিত্রবাবুকে শোকজের নোটিশ পাঠানো হয়েছে বলে খবর৷

সাধারণত সরকারি দপ্তরের ছুটি নিতে গেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যাওয়া বাধ্যতামূলক৷ অভিযোগ, সৌমিত্রবাবু শিক্ষা মন্ত্রী দপ্তরের কাউকে না জানিয়ে তিনি কন্যাকুমারী সফরে গিয়েছেন৷ আর সেই কারণে তাঁকে গরহাজিরার কারণ দর্শাতে নোটিশ ধরানো হয়েছে বলে খবর৷ যদিও এই বিষয়ে কমিশনের চেয়ারম্যানকে ফোন করেও যোগাযোগ করা যায়নি৷ পাওয়া যাননি কোনও প্রতিক্রিয়া৷

উচ্চ প্রাথমিকে নিয়োগ তালিকা প্রকাশের আগে স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পুজোর ছুটি বাতিল করে উচ্চ প্রাথমিকে মেধা তালিকা সংক্রান্ত সমস্ত অভিযোগ আগামী ২৫ তারিখ পর্যন্ত খতিয়ে দেখবে স্কুল সার্ভিস কমিশন৷ পুজোর ছুটি বাতিল ও সমস্ত রবিবার ১০টা থেকে ৫ টা পর্যন্ত দপ্তর খোলা রাখার নির্দেশ জারি করে স্কুল সার্ভিস কমিশন৷ সেই মতো পুজোর আনন্দ মাটি করে দপ্তরের কর্মীরা হাজির হয়ে যান নিজের কাজে৷ কিন্তু সেই কমিশনের চেয়ারম্যান হঠাৎ কন্যাকুমারী সফর ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + nineteen =