ভোট মিটতেই রাজ্যে কেন্দ্রীয় দল! প্রতিহিংসা নাকি? জল্পনা শুরু

রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Centre team will visit Bengal) লোকসভা নির্বাচন মিটতেই রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে কী বাংলায় বিজেপির ফল খারাপ হয়েছে…

Centre's Team Visit Bengal

রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Centre team will visit Bengal)

লোকসভা নির্বাচন মিটতেই রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে কী বাংলায় বিজেপির ফল খারাপ হয়েছে বলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন্দ্রের এই পদক্ষেপ? এই প্রশ্ন উঠছে শাসক দলের তরফ থেকে। কী কারণে রাজ্যে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল?

জঙ্গলমহলের একাধিক জেলায় নিরাপত্তার জন্য বরাদ্দ করা কেন্দ্রীয় অর্থ কীভাবে খরচ করা হয়েছে তা খতিয়ে দেখতেই রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল। এখনও পর্যন্ত যা খবর তাতে ২৩ জুন কলকাতায় আসছেন প্রতিনিধি দলের সদস্যরা। নবান্ন সূত্রে এ খবর পাওয়া গিয়েছে।

‘অপারেশন গ্রিন হান্ট’

পশ্চিমবঙ্গে তৎকালীন বামফ্রন্ট সরকারের শেষ দিকে জঙ্গলমহলে মাওবাদী দমনের জন্য ‘অপারেশন গ্রিন হান্ট’ শুরু হয়েছিল। তাতে অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। একটা সময় পশ্চিমবঙ্গে মাওবাদী উপদ্রব কমে যাওয়ায় আস্তে আস্তে জঙ্গলমহলের জেলাগুলি থেকে যৌথ বাহিনী সরিয়ে নেওয়া হয়। তবে এখনও যৌথ বাহিনীর একাংশ রয়েছে জঙ্গলমহলে।

রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

তাতে স্বরাষ্ট্রমন্ত্রক এখনও অর্থ বরাদ্দ করে চলেছে। সেই অর্থ কোন খাতে খরচ হয়েছে বা কীভাবে খরচ হয়েছে তা সবিস্তারে জানতেই এবার রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২৩ জুন প্রতিনিধি দলের সদস্যরা বাংলায় এসে ২৮ জুন পর্যন্ত থাকবেন। তবে নবান্নের একটি সূত্র জানাচ্ছে, সেই অর্থ খরচ সংক্রান্ত নথিপত্র এবং ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ ঠিক সময় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়ে দেওয়া হয়। তাই এরপরেও স্বরাষ্ট্রমন্ত্রক কেন রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে তা নিয়েই যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে।

বাংলাকে চাপে রাখার চেষ্টা করছে কেন্দ্র?

সদ্য কেন্দ্রে তৃতীয় এনডিএ সরকার গঠিত হয়েছে। মন্ত্রক বণ্টন করা হয়েছে মন্ত্রীদের। এরপরই রাজ্যে যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল আসছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের একাংশের প্রশ্ন, এভাবে কী নতুন সরকার গঠনের পর থেকেই বাংলাকে চাপে রাখার চেষ্টা করছে কেন্দ্র? এই দাবি আগেও বহুবার করতে শোনা গিয়েছে শাসক দলকে। যদিও কেন্দ্রের একাধিক সূত্রের মতে এটা রুটিন ব্যাপার। সেখানে রাজনীতি খুঁজতে যাওয়ার কোনও মানে হয় না। তবু বিষয়টি নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে।

আরও পড়ুন-

রাহুলের জেতা ওয়েনাড় থেকে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী

কাশ্মীর শান্ত! মোদী-শাহের দাবি কী ঠিক? বাস্তব বলছে অন্য কথা

একাধিক বিজেপি সাংসদ জোড়াফুলে! তৃণমূল নেতার টুইটে…

এআইয়ের কারসাজি! ভোট সেলিব্রেশনে মোদী-মমতা

রাজনীতি থেকে বিরতি! হঠাৎ কী হল অভিষেকের?

Politics: Centre team will visit Bengal. A team from the Centre will visit Bengal to monitor the utilization of funds allocated for various projects. Opposition sees politics behind the move.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *