রাজ্যকে ফিরিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ছে রাজ্যপালের!

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে নিরাপত্তা বাড়ছে রাজ্যপালের৷ ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ রাজ্যের দেওয়া নিরাপত্তা ছাড়িয়ে রাজ্যপালের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার বন্দোবস্ত ঘিরে নতুন করে তৈরি হয়েছে জল্পনা৷ জানা গিয়েছে, সম্প্রতি ৪ সদস্যের সিআরপিএফের আধিকারিক দল রাজভবন যান৷ সেখানে রাজভবনের নিরাপত্তার খতিয়ে দেখেন তাঁরা৷ রাজ্য পুলিশ নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন তাঁরা৷ রাজভবনের নিরাপত্তা

3 stocks recomended

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে নিরাপত্তা বাড়ছে রাজ্যপালের৷ ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ রাজ্যের দেওয়া নিরাপত্তা ছাড়িয়ে রাজ্যপালের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার বন্দোবস্ত ঘিরে নতুন করে তৈরি হয়েছে জল্পনা৷

জানা গিয়েছে, সম্প্রতি ৪ সদস্যের সিআরপিএফের আধিকারিক দল রাজভবন যান৷ সেখানে রাজভবনের নিরাপত্তার খতিয়ে দেখেন তাঁরা৷ রাজ্য পুলিশ নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন তাঁরা৷ রাজভবনের নিরাপত্তা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়৷

জানা গিয়েছে, রাজ্যপালের দায়িত্বে থাকা রাজ্য পুলিশকে সরিয়ে আপাতত কেন্দ্রের সিআরপিএফের জওয়ানরা তাঁর নিরাপত্তা বলয় মজবুত করবেন৷ রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছাড়িয়ে কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনীতে রাজ্যপালেরকে নিয়ে যাওয়ার বিষয়টি নজিরবিহীন বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷

কেননা এতদিন রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকত পশ্চিমবঙ্গ পুলিশ৷ কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে রাজ্যপালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিআরপিএফ৷ আর সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যপালের নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার করার কথা বলা হচ্ছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 3 =