ন্যাজাটকাণ্ডে এবার কেন্দ্রীয় গোয়েন্দা দল, শুরু তদন্ত!

বসিরহাট: ন্যাজাটকাণ্ডে এবার কেন্দ্রীয় গোয়েন্দাদল৷ ঘটনাস্থলে পৌঁছল সেন্ট্রাল আইবি টিম৷ ছ’য় সদস্যের গোয়েন্দা দল ঘটনাস্থলে৷ আজ সাড়ে ১২টা নাগাদ তাঁরা ন্যাজাটে যান৷ ছয় সদস্যের গোয়েন্দা দল এলাকা ঘুরে দেখেন৷ তুলে রাখেন ভিডিও৷ কথা বলেন স্থানীয়দের সঙ্গে৷ অন্যদিকে, রাজনৈতিক সংঘর্ষে ফের বলি বাংলায় তিন প্রাণ৷ সংঘর্ষ ঘিরে রাজনৈতিক কাদা ছোড়ছুড়ি চলছেই৷ রাজনৈতিক কোনদলের জেরে গুমরে কাঁদছে

8cf216fd9a9509604e69d6cca832cff9

ন্যাজাটকাণ্ডে এবার কেন্দ্রীয় গোয়েন্দা দল, শুরু তদন্ত!

বসিরহাট: ন্যাজাটকাণ্ডে এবার কেন্দ্রীয় গোয়েন্দাদল৷ ঘটনাস্থলে পৌঁছল সেন্ট্রাল আইবি টিম৷ ছ’য় সদস্যের গোয়েন্দা দল ঘটনাস্থলে৷ আজ সাড়ে ১২টা নাগাদ তাঁরা ন্যাজাটে যান৷ ছয় সদস্যের গোয়েন্দা দল এলাকা ঘুরে দেখেন৷ তুলে রাখেন ভিডিও৷ কথা বলেন স্থানীয়দের সঙ্গে৷

অন্যদিকে, রাজনৈতিক সংঘর্ষে ফের বলি বাংলায় তিন প্রাণ৷ সংঘর্ষ ঘিরে রাজনৈতিক কাদা ছোড়ছুড়ি চলছেই৷ রাজনৈতিক কোনদলের জেরে গুমরে কাঁদছে গোটা সন্দেশখালির ন্যাজাট৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে তিন জনের মৃত্যু ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ এখনও নিখোঁজ বহু৷ এই পরিস্থিতি দাঁড়িয়ে ন্যাজাট সংঘর্ষ ও বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিত এবার সরাসরি রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করতে চলেছেন মোদি৷ প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকে বসার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল৷

প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে যোগ দেওয়ার আগে রাজ্যপাল রাজধানীতে বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে৷ বৈঠকে প্রধানমন্ত্রী যদি সন্দেশখালির ঘটনা জানতে চান, তাহলে যা জানি সবটাই বলব৷’’ রাজ্যপালের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে ফের তুঙ্গে বঙ্গ রাজনীতি৷ জানা গিয়েছে, আজ দুপুরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল৷

ন্যাজাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষে সরকারিভাবে তিন জনের মৃত্যুর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ কেন্দ্রের৷ রাজ্য সরকার বাংলার আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ বলে কড়া সমালোচনা অমিত শাহরের স্বরাষ্ট্র মন্ত্রকের৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ পাঠানো হয়েছে বেশ কিছু পরামর্শ৷ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ পরামর্শ দেওয়ার পর এবার সরাসরি কেন্দ্রীয় সংস্থার তদন্ত বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *