‘বাংলার এই পরিস্থিতিতে কেন্দ্রের শাসন প্রয়োজন’

কলকাতা: পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে বলে মনে করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার রাজ্য বিজেপি অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, মঙ্গলবার অমিত শাহের রোড-শোতে তৃণমূলের গুন্ডারা পরিকল্পনা করে হামলা করেছে। মমতা দিদি সরকারি ক্ষমতার অপপ্রয়োগ করছেন। ওইদিন কেন্দ্রীয় বাহিনী অমিত শাহের সুরক্ষায় না থাকলে বড় দুর্ঘটনা

‘বাংলার এই পরিস্থিতিতে কেন্দ্রের শাসন প্রয়োজন’

কলকাতা: পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে বলে মনে করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার রাজ্য বিজেপি অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, মঙ্গলবার অমিত শাহের রোড-শোতে তৃণমূলের গুন্ডারা পরিকল্পনা করে হামলা করেছে। মমতা দিদি সরকারি ক্ষমতার অপপ্রয়োগ করছেন।

ওইদিন কেন্দ্রীয় বাহিনী অমিত শাহের সুরক্ষায় না থাকলে বড় দুর্ঘটনা ঘটে যেত বলেও আশঙ্কা প্রকাশ করেন যোগী। বিজেপির এই হিন্দুত্বের পোস্টার বয় দাবি করেন, রাজ্যে শেষ তথা সপ্তম দফার ভোটের কাজ পরিচালনার ভার কেন্দ্রীয় সরকারি কর্মীদের উপর ন্যস্ত করা হোক। পাশাপাশি ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক। যাতে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটাররা নির্ভয়ে নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন।

অমিত শাহের রোড শোতে গন্ডগোলের জেরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্য সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে মিথ্যার আশ্রয় নিচ্ছে। মমতার উদ্দেশে তিনি বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষার সার্বিক বিকাশে অবিস্মরণীয় কাজ করেছেন। কিন্তু এখানে আপনি স্কুলগুলিতে বাংলা পড়াতে দিচ্ছেন না। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, যোগী নাম না করে ইসলামপুরের দাড়িভিটের প্রসঙ্গ টানতে চেয়েছেন। অন্যদিকে, বিজেপির এই অন্যতম নেতা আরও বলেন, আমরা মূর্তি পুজোয় বিশ্বাস করি। কিন্তু যাঁরা ভোটব্যাঙ্কের জন্য মূর্তি পুজোর বিরোধিতা করেন, তাঁরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন। সরাসরি বিদ্যাসাগরের মূর্তি ভাঙার দায় তৃণমূলের উপর চাপিয়ে যোগী চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, হিম্মত থাকলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *