কলকাতা: প্রভাবিত ষষ্ঠ দফায়র নির্বাচনে নজিরবিহীন সিদ্ধান্তের ঘোষণা নির্বাচন কমিশনের৷ এই প্রথম রাজ্যকে এড়িয়ে ক্যুইক রেসপন্স টিমের দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর কম্যান্ডান্ট৷ আজ, ভোটের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে এই সিন্ধান্তের ঘোষণা করেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে৷
এদিন তিনি জানান, ষষ্ঠ দফায়র নির্বাচনে ১০০শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে৷ ষষ্ঠ দফায় রবিবার রাজ্যের ৮ কেন্দ্রের সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী৷ ক্যুইক রেসপন্স টিমের দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনীর কম্যান্ডান্ট৷ এতদিন রাজ্য পুলিশকে দিয়ে ক্যুইক রেসপন্স টিম গঠন করা হত৷ সঙ্গে থাকত কেন্দ্রীয় বাহিনী৷ কিন্তু, এবার ক্যুইক রেসপন্স টিম পরিচালনা করবে কেন্দ্রীয় বাহিনীর কম্যান্ডান্টরা৷ ষষ্ঠ দফা নির্বাচনে প্রত্যেক থানা পিছু দুটি করে কুইক রেসপন্স টিম থাকবে।
কাল রাজ্যের ৮ কেন্দ্রে মোতায়েন থাকবে ৭৭০ কোম্পানি বাহিনী। ৮ কেন্দ্রের ভোটে ৩৬৮৬ মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে৷ বাঁকুড়ায় থাকছে ১৪৫ কোম্পানি বাহিনী, ঝাড়গ্রামে ১১৪কোম্পানি বাহিনী, পশ্চিম মেদিনীপুরে ১৭৪কোম্পানি বাহিনী, পূর্ব মেদিনীপুর ১৯০কোম্পানি বাহিনী, পূর্ব বর্ধমান ১১কোম্পানি বাহিনী ও পুরুলিয়ায় থাকছে ১০৯ কোম্পানি বাহিনী৷ কাঁথিতে থাকছে ৫০৭ জন মাইক্রো অবজারভার, ঘাটালে ৭২২, ঝাড়গ্রামে ৪০৭, মেদিনীপুরে ৬৪৭, বাঁকুড়ায় ৪০০ মাইক্রো অবজারভার রাখা হবে৷ আট কেন্দ্রের ভোটে ৩৬৮৬ জন মাইক্রো অবজারভার রাখা হবে৷ একই সঙ্গে এদিন বুথে থাকবে ৯৫৯ ভিডিও ক্যামেরা, ১৫৬৩টি মোট সিসিটিভি, ২০৭৯ টি বুথে ওয়েব কাস্টিং ব্যবস্থা থাকছে বলেও জানা গিয়েছে৷