কলকাতা: কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করছে বিজেপি। ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের কাছে এই অভিযোগ করল তৃণমূল। সোমবার সুদীপ জৈনের সঙ্গে তৃণমূলের এক প্রতিনিধিদল বৈঠক করে। তৃণমূলের ওই প্রতিনিধিদলে ছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী তাপস রায়।
বৈঠকের পরে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিজেপি প্রার্থীরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে ঢুকে পড়ছেন। মানুষ তা মেনে নিতে পারছে না। তাই সমস্যা হচ্ছে। অশান্তি পাকাচ্ছে বিজেপি। রাজ্য পুলিসকে সঙ্গে নিয়ে কাজ না করায় কেন্দ্রীয় বাহিনীর কাজে সমন্বয়ের অভাব হচ্ছে। তাদের কাজকর্ম নিয়েও প্রশ্ন উঠেছে। ডেরেক ও’ ব্রায়েন বলেন, কেন্দ্রীয় বাহিনী তামাশা করছে। ওরা একটি দলের হয়ে প্রচার করছে।