কলকাতা: সুপ্রিম কোর্টের দেওয়া সাতদিনের সময়সীমা শেষ হয়েছে শুক্রবারই। এই সময়ের মধ্যে কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমার নিম্ন আদালত থেকে আগাম জামিনও নিতে পারেননি। এবার সিবিআইয়ের পালা। তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে শনিবার দফায় দফায় বৈঠক হয়েছে সিবিআইয়ে।
তাঁকে এখনই হেফাজতে নেওয়ার বিষয়টি ভালো করে বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। আইনি পদ্ধতির মধ্যে কোনও ফাঁক রাখতে চাইছেন না। যাতে তাঁদের তদন্ত প্রক্রিয়া নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারেন। পাশাপাশি রাজীব কুমার যেন বাড়তি কোনও সুযোগ না পেয়ে যান। তবে আজ, রবিবার রাজীব কুমারের বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সিবিআই সূত্রে ইঙ্গিত মিলেছে।
দন্তকারী সংস্থার অফিসার ও আইনজীবীরা এদিন দফায় দফায় বৈঠক করেন। সিবিআইয়ের অফিসারদের একাংশ ধাপে ধাপে এগতে চান। তাঁরা রাজীবকে ফের নোটিস দিয়ে ডাকার পক্ষপাতী। যে সমস্ত প্রশ্নের উত্তর তিনি শিলংয়ে জেরার সময়ে এড়িয়ে গিয়েছেন, সেগুলিই আবার করতে চান। দেখতে চান, দ্বিতীয় দফায় তিনি কী উত্তর দিচ্ছেন। তাঁর বক্তব্যে কোথায় কোথায় ফাঁক রয়েছে।
তথ্যপ্রমাণ তুলে ধরার পরও তিনি যদি নিজের যুক্তিতেই অনড় থাকেন এবং সিবিআইকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কড়া অবস্থান নেওয়ার পক্ষপাতী। যাতে রাজীব কুমার আদালতে গিয়ে বলতে না পারেন সিবিআই বাড়াবাড়ি করেছে। নোটিস পাঠানোর বিষয়ে অনেকেরই সম্মতি রয়েছে। তবে এবার বাইরের রাজ্যে নয়, কলকাতাতেই রাজীব কুমারকে ডাকার সম্ভাবনা রয়েছে। রাজীব কুমারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের কোনও এফআইআর করা হবে কি না, তা নিয়েও এদিন আলোচনা হয়।