নারদ-কাণ্ডে ১২ প্রভাবশালীকে নোটিস পাঠাচ্ছে সিবিআই

কলকাতা: নারদ স্টিং অপারেশনে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের প্রত্যেকের ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য নোটিস পাঠাচ্ছে সিবিআই৷ প্রত্যেরের কণ্ঠস্বর পরীক্ষা করা হবে বলে খবর৷ নারদ ফুটেজে শাসকদলের বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে টাকা নিতে দেখা গিয়েছে৷ যদিও সেই ফুটেজের সত্যতা আজ বিকেল ডট কমের তরফে যাচাই করা সম্ভব হয়নি৷ নিজেপির দপ্তরে প্রকাশিত ছবি সামনে আসার পর রাজনৈতিক

নারদ-কাণ্ডে ১২ প্রভাবশালীকে নোটিস পাঠাচ্ছে সিবিআই

কলকাতা: নারদ স্টিং অপারেশনে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের প্রত্যেকের ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য নোটিস পাঠাচ্ছে সিবিআই৷ প্রত্যেরের কণ্ঠস্বর পরীক্ষা করা হবে বলে খবর৷

নারদ ফুটেজে শাসকদলের বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে টাকা নিতে দেখা গিয়েছে৷ যদিও সেই ফুটেজের সত্যতা আজ বিকেল ডট কমের তরফে যাচাই করা সম্ভব হয়নি৷ নিজেপির দপ্তরে প্রকাশিত ছবি সামনে আসার পর রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে যায়৷ সেই শুরু বিতর্ক৷

যদিও ফুটেজে দেখানো নেতারা দাবি করেন ফুটেজটি জাল৷ কাটছাঁট করা হয়েছে৷ এমনকী বলা হয়, কণ্ঠস্বরও তাঁদের নয়৷ প্রযুক্তি ব্যবহার করে তাঁদের কণ্ঠস্বর হিসেবে প্রকাশ করা হয়েছে৷ এরপরই সিবিআই সিদ্ধান্ত নেয়, যাঁদের টাকা  নিতে দেখা গিয়েছে, তাঁদের সকলের ভয়েস স্যাম্পেল নেওয়া হবে৷ সেই মতো ১৪ জনের নারদঅভিযুক্তদের নোটিস পাঠানো হবে৷ ইতিমধ্যেই মুকুল রায় ও ফিরহাদ হাকিম তাঁদের কণ্ঠস্বরের নমুনা দেন৷ যার রিপোর্ট তদন্তকারী সংস্থার কাছে এসেছে৷ বাকি ১২ জনের নমুনা পাওয়া যায়নি৷ এরপর নারদ তদন্ত একপ্রকার থমকে যায়৷ এবার নতুন করে শুরু চিঠিচাপাটি দেওয়া পর্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 8 =