সারদা তদন্তে গুপ্তধনের সন্ধান সিবিআইয়ের, রাঘববোয়ালের নাম থাকার সম্ভাবনা

কলকাতা: পরপর দু’দিন ট্রাঙ্ক ভর্তি নথিপত্র উদ্ধার করল সিবিআই৷ বৃহস্পতিবারের পর আজ শুক্রবার দু’টি ট্রাঙ্ক ভর্তি গুচ্ছ নথিপত্র নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের ঝাঁজ আরও কিছুটা চড়াল কেন্দ্রীয় তদন্ত সংস্থা৷ সিবিআই সূত্রে খবর,পরপর দু’দিন ম্যারাথন জেরার পর সারদাকাণ্ডে আইপিএস অফিসার অর্ণব ঘোষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে৷ সূত্রে খবর, তার ভিত্তিতেই মিলেছে সারদার লুকনো নথি৷

সারদা তদন্তে গুপ্তধনের সন্ধান সিবিআইয়ের, রাঘববোয়ালের নাম থাকার সম্ভাবনা

কলকাতা: পরপর দু’দিন ট্রাঙ্ক ভর্তি নথিপত্র উদ্ধার করল সিবিআই৷ বৃহস্পতিবারের পর আজ শুক্রবার দু’টি ট্রাঙ্ক ভর্তি গুচ্ছ নথিপত্র নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের ঝাঁজ আরও কিছুটা চড়াল কেন্দ্রীয় তদন্ত সংস্থা৷

সিবিআই সূত্রে খবর,পরপর দু’দিন ম্যারাথন জেরার পর সারদাকাণ্ডে আইপিএস অফিসার অর্ণব ঘোষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে৷ সূত্রে খবর, তার ভিত্তিতেই মিলেছে সারদার লুকনো নথি৷ বৃহস্পতিবার দুই ট্রাঙ্ক নথি উদ্ধার করেছে সিবিআই৷ আজও আরও এক দফায় বাজেযাপ্ত হয়েছে বেশ কিছু নথি৷ কিন্তু এতদিন পর কেন এই ট্রাঙ্কের হদিশ মেলেনি? উঠছে প্রশ্ন৷

উদ্ধার হওয়া নথিতে কী আছে? নাকি, গোটাটাই কাগজের পাহাড়? তা জানতে নথি যাচাইয়ের কাজ শুরু করেছে সিবিআই৷ এতদিন কেন এই নথির খোঁজ না গেল না, তার পিছনে সিটের নিয়ন্ত্রক বড় মাথার ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

বৃহস্পতিবার ঘণ্টা পাঁচেক জেরার পর ছেড়ে দেওয়া হয় অর্ণবকে৷ জেরার পর সংবাদমাধ্যমে তিনি অবশ্য কিছুই বলেতে চাননি৷ বুধবারের পর বৃহস্পতিবারও জেরা করা হয় বিধাননগরের তদানীন্তন গোয়েন্দা প্রধান অর্ণবকে৷ জেরাপর্ব চলাকালীন দুটি ট্রাঙ্ক নিয়ে হাজির হয় বিধাননগরের পুলিশ৷ জানা যায়, ট্রাঙ্কের ভিতর ঠাসা নথি রয়েছে৷ ওই নথির গুপ্তধনের বড় কোনও রাঘববোয়ালের নাম থাকার সম্ভাবনা রয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *