রাজীব কুমার মামলায় বড়সড় ধাক্কা খেল সিবিআই

কলকাতা: ফের রাজীব কুমার মামলায় বড়সড় ধাক্কা ফেল সিবিআই৷ আজ কলকাতা হাই কোর্টে রাজীব কুমার মামলা এগিয়ে আনার আর্জি জানান সিবিআইয়ের আইনজীবী৷ মামলা দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়৷ কিন্তু, সিবিআইয়ের আইনজীবীর আর্জি পত্রপাঠ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট৷ নির্ধারিত সূচি মেনেই মামলা চলে বলে জানিয়ে দেওয়া হয়৷ আগামী ২ জুলাই মামলার পরবর্তি শুনানি রয়েছে৷

রাজীব কুমার মামলায় বড়সড় ধাক্কা খেল সিবিআই

কলকাতা: ফের রাজীব কুমার মামলায় বড়সড় ধাক্কা ফেল সিবিআই৷ আজ কলকাতা হাই কোর্টে রাজীব কুমার মামলা এগিয়ে আনার আর্জি জানান সিবিআইয়ের আইনজীবী৷ মামলা দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়৷ কিন্তু, সিবিআইয়ের আইনজীবীর আর্জি পত্রপাঠ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট৷ নির্ধারিত সূচি মেনেই মামলা চলে বলে জানিয়ে দেওয়া হয়৷ আগামী ২ জুলাই মামলার পরবর্তি শুনানি রয়েছে৷

এর আগে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট৷ বাড়ানো হয় পুলিশ কর্তা রাজীব কুমারের গ্রেপ্তারির রক্ষাকবচ৷ তবে, গ্রেপ্তার না করা হলেও তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে বলে আগেই নির্দেশ দেয় হাইকোর্ট৷ সিবিআইয়ের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে৷ এমনকি, কলকাতার বাইরে পা রাখতে পারেন না তিনি৷ এর মধ্যে রাজ্য সরকারের কোনও কাজেও যেতে পারবে না তিনি৷

সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর এই প্রথম আট ট্রাঙ্ক ভর্তি নথি সিবিআইয়ের দপ্তরে জমা করেছে বিধাননগর দক্ষিণ থানা৷ সারদার তদন্তের ক্ষেত্রে এই নথিগুলি গুরুত্বপূর্ণ৷ নথি জমা হলেও এখনও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে আসেনি সারদার বিতর্কিত ‘লাল ডায়েরি’ ও ‘পেনড্রাইভ’৷ সেই ‘লাল ডায়েরি’ ও ‘পেনড্রাইভে’র সন্ধানে রাজীব কুমারকে ডেকে প্রায় ৪ ঘণ্টা দুই দফায় জেরাও করেছে সিবিআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =