মুকুল রায়কে টানা জেরা সিবিআইয়ের, ঘুরছে তদন্তের চাকা?

নয়াদিল্লি: নারদকাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ দিল্লিতে মুকুল রায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই৷ দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরে মুকুল রায়ের জিজ্ঞাসাবাদ করা হলে৷ প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে৷ সেখানে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেলা করা হয়৷ আজ বিকেল তিনটে নাগাদ সিবিআই জেরার মুখে বসেন মুকুল৷ সূত্রের খবর, ফের মুকুল রায়কে জেরার জন্য ডাকা

মুকুল রায়কে টানা জেরা সিবিআইয়ের, ঘুরছে তদন্তের চাকা?

নয়াদিল্লি: নারদকাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ দিল্লিতে মুকুল রায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই৷ দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরে মুকুল রায়ের জিজ্ঞাসাবাদ করা হলে৷ প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে৷ সেখানে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেলা করা হয়৷ আজ বিকেল তিনটে নাগাদ সিবিআই জেরার মুখে বসেন মুকুল৷ সূত্রের খবর, ফের মুকুল রায়কে জেরার জন্য ডাকা হতে পারে৷

অন্যদিকে, আজ সিবিআইয়ের দিল্লির দপ্তরে তৃণমূল সাংসদ কেডি সিংকে তলব করে জিজ্ঞাসবাদ করে সিবিআই৷ নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের সঙ্গে মুখোমুখি বসিয়ে কেডি সিংকে জেরা করা হয় বলে খবর৷ এর আগেই নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল একাধিক জেরায় দাবি করেছেন, নারদ অভিযান করতে গিয়ে কেডি সিংয়ের সংস্থার থেকে তিনি অর্থসাহায্য পেয়েছিলেন৷ কিন্তু কেন তাঁকে অর্থ সাহায্য করা হয়েছিল? কত টাকার বিনিময়ে তাঁদের মধ্যে আর্থিক লেনদেন হয়েছিল? তা নিয়েও জেরা করেন তদন্তকারীরা৷

অন্যদিকে, নারদকাণ্ডে মুকুল রায় ম্যাথু স্যামুয়েলের থেকে কোনও টাকা নিয়েছিলেন কি না, তাও জানতে চাওয়া হয় বলে খবর৷ দু’জনকে মুখোমুখি বসিয়ে করা হয় জেরা৷ বয়ান রেকর্ড করা হয়৷ সিবিআই সূত্রে খবর, নারদকাণ্ডে সমস্ত অভিযুক্তের কণ্ঠস্বর পরীক্ষার জন্য ডাকা হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *