সারদা মামলায় নথি কেলেঙ্কারির পর্দাফাঁস সিবিআইয়ের

কলকাতা: তদন্ত যতই এগোচ্ছে, ততই নথি সংক্রান্ত সমস্যায় পড়ছে সিবিআই! সূত্রের খবর, সারদাকর্তা সুদীপ্ত সেনের অফিস থেকে উদ্ধার হওয়া অনেক নথিই বাজেয়াপ্ত হিসেবে দেখানো হয়নি৷ আর পিছনে বড়সড় কেলেঙ্কারিক গন্ধ পেতে শুরু করেছেন সিবিআইয়ের আধিকারিকরা৷ কিন্তু, কেন এই কাণ্ড ঘটানো হল? উত্তর খোঁজ শুরু সিবিআইয়ের৷ সিবিআই সূত্রে খবর, সারদাকাণ্ডে গঠিত সিটের সমস্ত অফিসারদের জেরা করেছে

সারদা মামলায় নথি কেলেঙ্কারির পর্দাফাঁস সিবিআইয়ের

কলকাতা: তদন্ত যতই এগোচ্ছে, ততই নথি সংক্রান্ত সমস্যায় পড়ছে সিবিআই! সূত্রের খবর, সারদাকর্তা সুদীপ্ত সেনের অফিস থেকে উদ্ধার হওয়া অনেক নথিই বাজেয়াপ্ত হিসেবে দেখানো হয়নি৷ আর পিছনে বড়সড় কেলেঙ্কারিক গন্ধ পেতে শুরু করেছেন সিবিআইয়ের আধিকারিকরা৷ কিন্তু, কেন এই কাণ্ড ঘটানো হল? উত্তর খোঁজ শুরু সিবিআইয়ের৷

সিবিআই সূত্রে খবর, সারদাকাণ্ডে গঠিত সিটের সমস্ত অফিসারদের জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ জেরার মুখে পড়েছে বেশ কিছু ইঙ্গিত পেয়েছে সিবিআই৷ সূত্রের খবর, ৬ ট্রাঙ্ক ভর্তি নথিতে বিশেষ কিছু না থাকাতেই কি তা বাজেয়াপ্ত হিসেবে দেখানো হয়নি? নাকি প্রভাবশালী যোগ থাকায় তা সরিয়ে ফেলা হয়েছিল? নানান প্রশ্নের ভিত্তিতে ফের তদন্তে ঝাঁপাতে চলেছে সিবিআই৷ সোমবার সিবিআইয়ের মুখোমুখি হন বিধাননগরের গোয়েন্দা বিভাগের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর দিলীপ হাজরা৷ পাঁচ ঘণ্টার জেরায় তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক কিছুই মিলেছে বলে সিবিআই সূত্রে খবর৷

অন্যদিকে, কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারকে কবে ডাকা হবে তা এখনও চূড়ান্ত করতে পারেনি সিবিআই৷ সূত্রের খবর হাইকোর্ট খোলার পরই তা ফয়সলা হবে৷ ইতিমধ্যেই তা নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন সিবিআইয়ের আধিকারিকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =