‘নিখোঁজ’ রাজীবের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ সিবিআইয়ের, ডিজিকে চিঠি!

কলকাতা: নিখোঁজ রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা আর্জি সিবিআইয়ের৷ আলিপুর আদালতে সিবিআইয়ের তরফে এই আবেদন কারা হতে পারে বলে খবর৷ অন্যদিকে, রাজীবের সন্ধান পেতে রাজ্য পুলিশের ডিজিকে ফের চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর৷ আজ বারাসাত থেকে সারদা মামলার নথি পৌঁছানোর পর আলিপুর আদালতে রাজীবের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারে সিবিআই৷ রাজীবের আগাম জামিন

‘নিখোঁজ’ রাজীবের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ সিবিআইয়ের, ডিজিকে চিঠি!

কলকাতা: নিখোঁজ রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা আর্জি সিবিআইয়ের৷ আলিপুর আদালতে সিবিআইয়ের তরফে এই আবেদন কারা হতে পারে বলে খবর৷ অন্যদিকে, রাজীবের সন্ধান পেতে রাজ্য পুলিশের ডিজিকে ফের চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর৷

আজ বারাসাত থেকে সারদা মামলার নথি পৌঁছানোর পর আলিপুর আদালতে রাজীবের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারে সিবিআই৷ রাজীবের আগাম জামিন মামলা ও সিবিআইয়ের পাল্টা অযোগ্য পরোয়ানা মামলা মামলার শুনতে পারে আজ৷

এর আগে বারাসত আদালতেও ধাক্কা খান রাজীব কুমার৷ মঙ্গলবার দীর্ঘ শুনানি শেষে রায় দেওয়ার সময় আদালতে জানিয়ে দেছে, রাজীব কুমারের মামলার গুরুত্বপূর্ণ৷ মামলার গুরুত্ব বিবেচনা করে এই মামলা বারাসত আদালত রায় দিতে পারবে না৷ এই মামলা শোনার এক্তিয়ার নেই৷ দক্ষিণ ২৪ পরগনার অধীনে মামলা৷ তাই এখানে মামলার শুনানি সম্ভব নয়৷ ফলে, গোটা মামলাটি ফিরিয়ে দেয় বারাসত আদালত৷ এর পরই আলিপুর আদালতে মামলা দায়ের তোড়জোড় শুরু হয়৷

অন্যদিকে, রাজীবের সন্ধান পেতে রাজ্য পুলিশের ডিজিকে ফের চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর৷ সেখানে চিঠি পাঠিয়ে রাজীব কুমার কোনও ফোন নম্বর ব্যবহার করছেন, তাঁর সঙ্গে কীভাবে যোগাযোগ করা যেতে পারে, তা জানতে চেয়ে ফেল ডিজিকে দেওয়া হয়েছে চিঠি৷ যদিও, আগেই রাজীব কুমারের অবস্থান জানিয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি সিবিআইয়ের পাঠানো চিঠিতে জবাব দেন৷ সূত্রের খবর, জবাবে উল্লেখ করা হয়েছে, এই মুহূর্তে ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন রাজীব কুমার৷ ৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছুটিতে রয়েছেন৷ ফলে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − seventeen =