রাজীব কুমারকে ফাঁসাতে চায় সিবিআই: অভিষেক মনু সিঙ্ঘভি

নয়াদিল্লি: রাজীব কুমার মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি৷ সুপ্রিম কোর্টে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির জানান, ‘‘রাজনৈতিক উদ্দেশ্যে রাজীবকে কালিমালিপ্ত করার চেষ্টা, রাজীবকে ৩৯ ঘণ্টা ৪৫ মিনিট জেরা করেছে সিবিআই, রাজীবের বিরুদ্ধে আক্রোশের নেপথ্যে ৩টি কারণ। কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে মানহানির মামলা করেছিল রাজীব। সিবিআইএ-র এক কর্তার

4cf48d0eb542416ce20d8cad8766fe54

রাজীব কুমারকে ফাঁসাতে চায় সিবিআই: অভিষেক মনু সিঙ্ঘভি

নয়াদিল্লি: রাজীব কুমার মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি৷

সুপ্রিম কোর্টে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির জানান, ‘‘রাজনৈতিক উদ্দেশ্যে রাজীবকে কালিমালিপ্ত করার চেষ্টা, রাজীবকে ৩৯ ঘণ্টা ৪৫ মিনিট জেরা করেছে সিবিআই, রাজীবের বিরুদ্ধে আক্রোশের নেপথ্যে ৩টি কারণ। কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে মানহানির মামলা করেছিল রাজীব। সিবিআইএ-র এক কর্তার বিরুদ্ধে তদন্ত করছে রাজ্য পুলিশ। সিবিআইয়ের এক শীর্ষ আধিকারিকের ব্যক্তিগত আক্রোশ।’’

সারদাকাণ্ডে একাধিক তথ্য লোপাটের অভিযোগ তুলে রাজীব কুমারকে হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই৷  সুপ্রিম কোর্টের নির্দেশের পর অভিযোগ সংক্রান্ত তথ্য সর্বোচ্চ আদালতে জমা দেয় সিবিআই৷ আগামিকাল বৃহস্পতিবাক শুনানি চলবে সুপ্রিম কোর্টে৷

প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার মতো তথ্যপ্রমাণ দিয়ে আদালতকে সন্তুষ্ট করতে হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সিবিআইকে এই নির্দেশ দেয়৷ আজ ছিল ওই মামলার শুনানি৷ আজ, আদলতের নির্দেশে সেই তথ্যপ্রমাণ পেশ করা হয় সিবিআইয়ের৷ প্রমাণ নষ্ট করা বা হাপিস করার পিছনে রাজীব কুমারের কোনও ভূমিকা আছে, আগে এটা প্রমাণ করতে বলে শীর্ষ আদালত।

সিবিআইকে দেখাতে হবে কীভাবে রাজীব কুমার প্রমাণ নষ্ট করেছেন। এবং তা রাজনৈতিক, তদন্তের স্বার্থেই। সুপ্রিম কোর্ট প্রভাবশালীদের সঙ্গে লেনদেনের হিসেব লেখা ল্যাপটপের তথ্য, মোবাইল ফোন বা ডায়েরি সিবিআইকে দেখাতে হবে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, শুধুমাত্র হলফনামাই যথেষ্ট নয়। প্রমাণ লোপাটে রাজীব কুমারের ভূমিকার প্রমাণ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *