গাড়ি-বাড়ি কিছুই নেই! হলফনামায় সম্পত্তির হিসাব দিলেন যুবরাজ

কলকাতা: তাঁর গাড়ি-বাড়ি কিছুই নেই! নির্বাচন কমিশনে হলফনামা পেশ করে নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ জানালেন অভিষেক৷ মনোনয়নপত্র পেশ করে অভিষেক কমিশনে দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁর নামে কোনও বাড়ি নেই। ২০১৩-১৪ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৩৬ লক্ষ ৮৮ হাজার টাকা। তা বেড়ে হয়েছে ৫০ লক্ষ ৩ হাজার ১৩০ টাকা। নগদ অর্থ ৯২,৫০০ টাকা। স্ত্রীর সম্পত্তির

গাড়ি-বাড়ি কিছুই নেই! হলফনামায় সম্পত্তির হিসাব দিলেন যুবরাজ

কলকাতা: তাঁর গাড়ি-বাড়ি কিছুই নেই! নির্বাচন কমিশনে হলফনামা পেশ করে নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ জানালেন অভিষেক৷ মনোনয়নপত্র পেশ করে অভিষেক কমিশনে দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁর নামে কোনও বাড়ি নেই। ২০১৩-১৪ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৩৬ লক্ষ ৮৮ হাজার টাকা। তা বেড়ে হয়েছে ৫০ লক্ষ ৩ হাজার ১৩০ টাকা। নগদ অর্থ ৯২,৫০০ টাকা।

গাড়ি-বাড়ি কিছুই নেই! হলফনামায় সম্পত্তির হিসাব দিলেন যুবরাজস্ত্রীর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫১ লক্ষ ৬১ হাজার ১৫০ টাকা। স্ত্রীর হাতে নগদ অর্থ ৮৭,৩০০ টাকা৷ এছাড়া ১৫ লক্ষ ৪০ হাজার ৭৮১ টাকার লোগ্নি রয়েছে৷ অভিষেকের কাছে সোনা হয়েছে ৩০ গ্রাম। ৬৫৮ গ্রাম সোনা রয়েছে স্ত্রীর কাছে৷ ৩ লক্ষ টাকার পেন্টিংসের মালিক অভিষেক৷ তাঁর নামে কোনও মামলা বা এফআইআর নেই৷ তিনি জানিয়েছেন, স্ত্রী থাইল্যান্ডের নাগরিক হলেও সেদেশে তাঁর কোনও ব্যাংক অ্যাকাউন্ট নেই৷

কমিশনকে দেওয়া হলফনামায় গত পাঁচ বছরে কী হারে আয় বৃদ্ধি পেয়েছে তাও জানিয়েছেন অভিষেক। তাতে দেখা যাচ্ছে, ২০১৩-১৪ আর্থিক বছরে বার্ষিক আয় ছিল ৩৬ লাখ টাকা। সেটাই বেড়ে ৭৫ লাখ টাকা হয়েছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেওয়া হলফনামায় অভিষেক মোট সম্পত্তি জানিয়েছিলেন ১ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ২৭২ টাকা। সেটা কমে ১ কোটি ৩৭ লাখ টাকা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *