নবান্ন চত্বরে করা যাবে না মিছিল-মিটিং, নিষেধাজ্ঞা চাপাল পুলিশ!

কলকাতা: দাবি-দাওয়া আদায়ে বহু ক্ষেত্রেই মিছিল-মিটিংয়ের লক্ষ্য হয়ে ওঠে নবান্ন৷ গণতান্ত্রিক দেশে মিছিল-মিটিংয়ের অধিকার থাকাটায় স্বাভাবিক৷ কিন্তু, সাম্প্রতিক সময়ে যে হারে মিটিং-মিছিল-বিক্ষোভ-ধর্না-অনশন কর্মসূচি বাড়ছে, তাতে বিড়ম্বনা বাড়িয়েছে প্রশাসনের৷ ফলে, আগামী দিনে যেতে এই ধরনের বিড়ম্বনার মুখোমুখি হতে না হয়, তা নিশ্চিত করতে নবান্নের সামনে মিছিল-মিটিং জমায়েত করার উপর নিষেধাজ্ঞা চাপাল হাওড়া পুলিশ৷ ১৪৪ ধারার ধাঁচে

নবান্ন চত্বরে করা যাবে না মিছিল-মিটিং, নিষেধাজ্ঞা চাপাল পুলিশ!

কলকাতা: দাবি-দাওয়া আদায়ে বহু ক্ষেত্রেই মিছিল-মিটিংয়ের লক্ষ্য হয়ে ওঠে নবান্ন৷ গণতান্ত্রিক দেশে মিছিল-মিটিংয়ের অধিকার থাকাটায় স্বাভাবিক৷ কিন্তু, সাম্প্রতিক সময়ে যে হারে মিটিং-মিছিল-বিক্ষোভ-ধর্না-অনশন কর্মসূচি বাড়ছে, তাতে বিড়ম্বনা বাড়িয়েছে প্রশাসনের৷ ফলে, আগামী দিনে যেতে এই ধরনের বিড়ম্বনার মুখোমুখি হতে না হয়, তা নিশ্চিত করতে নবান্নের সামনে মিছিল-মিটিং জমায়েত করার উপর নিষেধাজ্ঞা চাপাল হাওড়া পুলিশ৷ ১৪৪ ধারার ধাঁচে জারি হয়েছে নিষেধাজ্ঞা৷

জানা গিয়েছে, রাজ্যের প্রশাসনিক ভবনের নিরাপত্তা বাড়াতে নবান্ন চত্বরে এক সঙ্গে ৫ জনের বেশি জমায়েত হওয়া যাবে না৷ করা যাবে না মিছিল মিটিং৷ অস্ত্র কিংবা লাঠি হাতেও করা যাবে জমায়েত কিংবা মিছিল৷ নবান্ন চত্বরের বেশ কিছু রাস্তার উপর এই নিষেধাজ্ঞা থাকবে৷ হাওড়া পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী ২ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে৷

কিন্তু, প্রশ্ন উঠছে, নিরাপত্তার জন্য আগেই তো বজ্র আঁটুনির নিরাপত্তা রয়েছে নবান্নের অন্দরে৷ কিন্তু, হঠাৎ এমন কি হল যাতে নবান্ন চত্বরেও বজ্র আঁটুনি নিরাপত্তা বাড়ানো হল? বিরোধীরা অবশ্যই ইতিমধ্যেই বলতে শুরু করেছে, নিরাপত্তা বাড়ানোর মাধ্যমে ‘নবান্ন অভিযান’ রুখতে এই কর্মসূচি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =