করা যাবে না গ্রেপ্তার, পাহাড়ে ফিরছেন গুরুং?

কলকাতা: ভোটের মুখে পাহাড়ের রাজনীতিতে বড় চমক৷ ভোটের মুখে নিজের দুর্গে ফিরতে চেয়ে হাইকোর্টে আবেদমনের নির্দেশ দেশের শীর্ষ আদলতের৷ আগামী ৪ দিনের মধ্যে এই আবেদন করার নির্দেশও দেওয়া হয়েছে৷ সুপ্রিম কোর্ট থেকে মামলা হাইকোর্টে ফেরত পাঠানো হলেও আপাতত বিমল গুরুং ও রোশন গিরিদের গ্রেপ্তার করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, ভোটের

করা যাবে না গ্রেপ্তার, পাহাড়ে ফিরছেন গুরুং?

কলকাতা: ভোটের মুখে পাহাড়ের রাজনীতিতে বড় চমক৷ ভোটের মুখে নিজের দুর্গে ফিরতে চেয়ে হাইকোর্টে আবেদমনের নির্দেশ দেশের শীর্ষ আদলতের৷ আগামী ৪ দিনের মধ্যে এই আবেদন করার নির্দেশও দেওয়া হয়েছে৷  সুপ্রিম কোর্ট থেকে মামলা হাইকোর্টে ফেরত পাঠানো হলেও আপাতত বিমল গুরুং ও রোশন গিরিদের গ্রেপ্তার করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

জানা গিয়েছে, ভোটের আগে পাহাড়ে ফিরতে চেয়ে মামলা দায়ের করেন বিমল গুরুং ও রোশন গিরি৷ ভোটে প্রচার ও ভোটে লড়াইয়ের আবেদন জানিয়ে মামলা দায়ের করা হয়৷ কিন্তু, ভোটার তালিকা থেকে বিমল গুরুং ও রোশন গিরিদের নাম বাদ যাওয়ায় সেই সম্ভবনায় জলে গেলেও এখনও ভোটের প্রচারে মরিয়া গুরুং শিবির৷

দেশদ্রোহের অভিযোগে ফেরার দুই অভিযুক্ত নির্বাচনের প্রাক্কালে দার্জিলিংয়ে ভোটের প্রচার চালাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের যুক্তি নিয়ে হাজির সুপ্রিম কোর্টে৷ প্রায় দু’ঘণ্টার শুনানিপর্বে বিচারপতিদের পর্যবেক্ষণ যখন প্রায় বিমল গুরুং ও রোশন গিরিদের মৌলিক অধিকারের পক্ষেই চলে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 8 =