বিধানসভায় ফিরছেন বিজেপির কানন? তুঙ্গে জল্পনা

কলকাতা: মন্ত্রিত্ব ছাড়ার পর বিধানসভায় আর পা রাখেননি তিনি৷ গত নভেম্বর মাসে শেষ বিধানসভায় গিয়েছিলেন৷ তারপর ৮ মাস কেটে গিয়েছে৷ বিধানসভার কোন অধিবেশনে তাঁকে দেখা যায়নি৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়৷ দল ছাড়লেও বিধায়ক পদ ছাড়েননি তিনি৷ দল ছাড়ার পর এবার কি বিধানসভায় পা রাখতে চলেছেন তৃণমূলের একদা কানন? শুরু নয়া জল্পনা৷ রাজ্য

বিধানসভায় ফিরছেন বিজেপির কানন? তুঙ্গে জল্পনা

কলকাতা: মন্ত্রিত্ব ছাড়ার পর বিধানসভায় আর পা রাখেননি তিনি৷ গত নভেম্বর মাসে শেষ বিধানসভায় গিয়েছিলেন৷ তারপর ৮ মাস কেটে গিয়েছে৷ বিধানসভার কোন অধিবেশনে তাঁকে দেখা যায়নি৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়৷ দল ছাড়লেও বিধায়ক পদ ছাড়েননি তিনি৷ দল ছাড়ার পর এবার কি বিধানসভায় পা রাখতে চলেছেন তৃণমূলের একদা কানন? শুরু নয়া জল্পনা৷

রাজ্য বিজেপির তরফে ইতিমধ্যেই বিধানসভার অধিবেশনের জন্য বিধানসভার বিধায়কদের নিয়ে বৈঠক করেছে বিজেপি৷ ওই বৈঠক থেকে শোভনকে বিধানসভায় অংশ নিতে বলা হয়েছে বলে খবর৷ মনে করা হচ্ছে দু’একদিনের মধ্যেই শোভনবাবু বিধানসভায় পা রাখতে পারেন৷ আজ, বিধানসভা অধিবেশন থাকলেও আইসিসিআর প্রেক্ষাগৃহে দলের জরুরি বৈঠক থাকায় তা না হলেও পরবর্তী সময়ে ফের তাঁকে বিতর্কে অংশ নিতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − two =