দক্ষিণ ২৪ পরগনা: ‘যাদবপুর কেন্দ্রে প্রার্থীহীন বিজেপি’। উপরের এই লেখাটির নীচে পদ্মফুলসহ বীরভূমের তৃণমূল কংগ্রেসের ডাকসাইটে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার পর পর তিনটি মুডের ছবি।
একটিতে অনুব্রতর সঙ্গে অনুপমের পাশাপাশি হাসিমুখের ছবি। সেখানে অনুব্রতর বক্তব্য, ও বোকামি করেছে। ওকেই প্রার্থী করতাম। ওকে দলে ফিরিয়ে নেব। তার পাশে আরও একটি ছবি, তাতে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছেন অনুপম। তৃতীয় ছবিতে অনুব্রতর দলীয় অফিসে বসে অনুপমের কবজি ডুবিয়ে খাওয়া। তার তলায় লেখা, সূত্রের খবর ক’দিন পরেই যাদবপুরে বিজেপি থেকে মনোনয়ন প্রত্যাহার করতে চলেছেন অনুপম হাজরা। এরপর লেখা হয়েছে ‘আগে প্রার্থী সামলা তারপর ভাবিস বাংলা।’
মঙ্গলবার ভোর থেকে এই ছবিসহ লেখা ভাইরাল হয়েছে। তা নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটার থেকে শুরু করে সিপিএম, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতাদের তৈরি হয়েছে বিতর্ক। এ ব্যাপারে কেউ সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন বোঝাপড়ার দিকে ইঙ্গিত করেছেন। কেউ এর পিছনে রাজনৈতিক কোনও অভিসন্ধি রয়েছে বলে মনে করছেন। কেউ সৌজন্য সাক্ষাৎকার হিসেবে দাবি করেছেন। কার্যত দিনভর এ নিয়ে যাদবপুরের লোকসভা কেন্দ্রের ভাঙড়, সোনারপুর, বারুইপুর, যাদবপুর থেকে টালিগঞ্জের মানুষ চর্চায় মেতেছিল। তবে বিজেপি কর্মীদের একাংশের মধ্যে হতাশার ইঙ্গিত পাওয়া গিয়েছে। বাস্তবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া ওই তিনটি ছবির একটিও নকল নয়।