জোট উড়িয়ে সব আসনেই প্রার্থী কংগ্রেস!

কলকাতা: রাজ্যের সব আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে প্রদেশ কংগ্রেসে। একদিকে বামেদের অনড় মনোভাব, অন্যদিকে দলীয় কোন্দল—সাঁড়াশি চাপে আসন বণ্টন নিয়ে আলোচনার রাস্তা প্রায় বন্ধের মুখে। ফলে গত বিধানসভা নির্বাচনের মতো আসন ভাগাভাগি তো দূরের কথা, এআইসিসির সৌজন্যে তৃণমূলের অনুগ্রহ মিলবে কি না, সে বিষয়েও রাজ্য কংগ্রেসের একাংশ কৌতূহলী হয়ে উঠেছে। রাজ্যে পালাবদলের শরিক থাকলেও

জোট উড়িয়ে সব আসনেই প্রার্থী কংগ্রেস!

কলকাতা: রাজ্যের সব আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে প্রদেশ কংগ্রেসে। একদিকে বামেদের অনড় মনোভাব, অন্যদিকে দলীয় কোন্দল—সাঁড়াশি চাপে আসন বণ্টন নিয়ে আলোচনার রাস্তা প্রায় বন্ধের মুখে। ফলে গত বিধানসভা নির্বাচনের মতো আসন ভাগাভাগি তো দূরের কথা, এআইসিসির সৌজন্যে তৃণমূলের অনুগ্রহ মিলবে কি না, সে বিষয়েও রাজ্য কংগ্রেসের একাংশ কৌতূহলী হয়ে উঠেছে।

রাজ্যে পালাবদলের শরিক থাকলেও তৃণমূলের সঙ্গে সখ্য বছর ঘুরতে না ঘুরতেই কাটতে শুরু করেছিল কংগ্রেসের। ২০১১ সালের পর থেকে দল ভাঙিয়ে রাজ্য কংগ্রেসের ঘুম কেড়ে নিয়েছে তৃণমূল। শাসক জোটের শরিক থেকে বিরোধী আসনে বসা ইস্তক একের পর এক নির্বাচিত পুর বোর্ড থেকে জেলা পরিষদ এবং বিধায়ক ভাঙিয়ে শিবির ভরেছে শাসকদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =