লখনউ: গোমূত্র ও গরুর আরও নানা জিনিস দিয়ে তাঁর ক্যান্সার সেরে গিয়েছে। দাবি করেচেন বিজেপির ভোপালের প্রার্থী সাধ্বী প্রজ্ঞা।
তিনি বলেন, দেশে গোমাতাদের অবস্থা দেকে তিনি ব্যথিত। ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রজ্ঞা বলেন, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। গোমূত্র এবং পঞ্চগব্য খেয়ে সেরে গিয়েছেন। গরুর গোবর, দই, ঘি, দুধের মতো পাঁচটি জিনিস মিশিয়ে তৈরি হয় পঞ্চগব্য। তিনি আরও জানিয়েছেন, গোমাতাকে তার পিছন থেকে মাথার দিকে ঘষে দিলে তিনি খুশি হন। রোজ এটা করলে ব্লাডপ্রেসার নিয়ন্ত্রণে থাকে। প্রজ্ঞা ভোপালে লড়ার জন্য পাঁজিপুথি দেখে ১১ জন পুরোহিতকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। ভোপালে তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দিগ্বিজয় সিং।