বাঁকুড়ার মতো আসানসোলেও চমক দিতে পারবেন মুনমুন?

শেষ হয়েছে চতুর্থ দফার নির্বাচন৷ মুনমুন-বাবুলের ভাগ্য এখন বন্দি বন্ধ ইভিএমের অন্দরে৷ আসানসোলে এবারও লড়াই চালিয়ে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেন৷ সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়৷ কংগ্রেসের হয়েছে লড়েছেন বিশ্বরূপ মণ্ডল৷ চার দলের লড়াই হলেও যুদ্ধ মূলত বাবুল-মুনমুনের৷ কিন্তু, ২৩ মে কে হাসবে শেষ হাসি? পাঁচ বছর

বাঁকুড়ার মতো আসানসোলেও চমক দিতে পারবেন মুনমুন?

শেষ হয়েছে চতুর্থ দফার নির্বাচন৷ মুনমুন-বাবুলের ভাগ্য এখন বন্দি বন্ধ ইভিএমের অন্দরে৷ আসানসোলে এবারও লড়াই চালিয়ে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেন৷ সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়৷ কংগ্রেসের হয়েছে লড়েছেন বিশ্বরূপ মণ্ডল৷ চার দলের লড়াই হলেও যুদ্ধ মূলত বাবুল-মুনমুনের৷ কিন্তু, ২৩ মে কে হাসবে শেষ হাসি?

পাঁচ বছর আগে যখন মুনমুন সেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হলেন তখন রাজনৈতিক মহলের অনেকেরই মনে হয়েছিল তাঁর পক্ষে সিপিএমের দীর্ঘদিনের সাংসদ বাসুদেব আচারিয়াকে হারানো হয়ত সম্ভব হবে না। কিন্তু সেই অসম্ভব কেই সম্ভব করতে পেরেছিলেন মুনমুন। এবার আসানসোলেও তাঁর জন্য কঠিন লড়াই। তবে একই রকম আত্মবিশ্বাসী ছিলেন মুনমুন। তিনি নিজেই বলেছেন, আট বারের সাংসদ বাসুদেব আচারিয়াকে হারাতে পেরেছেন তাই কোনও লড়াই-ই তাঁর কাছে কঠিন নয়।

মুনমুন রাজনীতিতে আসার প্রায় সঙ্গে সঙ্গে প্রার্থী হন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে মুনমুনকে প্রার্থী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনৈতিক মহলকেই অবাক করে দিয়েছেন তা নয়। অভিনেত্রী নিজেও অবাক হয়ে গিয়েছিলেন। সে কথা তাঁর থেকেই শোনা গিয়েছে। আর বাসুদেবকে হারিয়ে দলকেও চমকে দিয়েছেন মুনমুন। এবারও মুনমুনের থেকে চমক আশা করছে তৃণমূল।

মমতা প্রায় প্রতিটি নির্বাচনী জনসভায় বলেছেন রাজ্যের ৪২টি আসনই তাঁর চাই। আর তাই বিজেপির দখলে থাকা এই আসনেও জিততে চাইছেন মুখ্যমন্ত্রী। ভোট ঘোষণা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। তাতে দেখা যায় মুনমুনের কেন্দ্র বদল হয়েছে। একটি সূত্র বলছে মুনমুন আসানসোলে প্রার্থী হন, এটা স্থানীয় নেতৃত্বের অনেকেই নাকি চাননি। সেই তালিকায় রাজ্যের মন্ত্রীও আছেন। তবে শেষমেশ তাকেই প্রার্থী করা হয়েছে। আর চ্যালেঞ্জ শিকার করে প্রচারে ঝড় তোলেন মুনমুনও।

মুনমুন সেনের প্রসঙ্গ এলেই তাঁর মা তথা বাংলা ছবির মহানায়িকা সুচিত্রা সেনের কথা উঠে আসে। বাঙালির এই ম্যাটিনি আইডল এখনও ভীষণ রকম প্রাসঙ্গিক। মুনমুন নিজেও সেটা জানেন। প্রচারে বলেছেন, মায়ের কথা মনে রেখে আমায় ভোট দিন। সেই ডাকে আসানসোলের ভোটাররা সাড়া দেবেন কিনা তা অবশ্য জানা যাবে ২৩ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =