বিড়ালের পিছনে পাম দিয়ে বাঘ তৈরি করা যায়? অর্জুন প্রসঙ্গে বিস্ফোরক পার্থ

কলকাতা: দলবদল করতেই ৩০ বছরের সম্পর্ক ছিন্ন করে অর্জুন সিংয়ের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে অর্জুন প্রসঙ্গ উঠতে মেজাজ হারান পার্থবাবু৷ অর্জুনের নাম শুনতেও চাননি তিনি৷ যদিও তিনি পরে বলেন, দলবদলের জেরে অর্জুনের বিধায়ক পদ কাড়তে অধ্যক্ষর কাছে আবেদন জানাবে তৃণমূল৷ দল থেকেও তাঁকে ছ’বছরের জন্য বহিষ্কার করা

বিড়ালের পিছনে পাম দিয়ে বাঘ তৈরি করা যায়? অর্জুন প্রসঙ্গে বিস্ফোরক পার্থ

কলকাতা: দলবদল করতেই ৩০ বছরের সম্পর্ক ছিন্ন করে অর্জুন সিংয়ের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে অর্জুন প্রসঙ্গ উঠতে মেজাজ হারান পার্থবাবু৷ অর্জুনের নাম শুনতেও চাননি তিনি৷ যদিও তিনি পরে বলেন, দলবদলের জেরে অর্জুনের বিধায়ক পদ কাড়তে অধ্যক্ষর কাছে আবেদন জানাবে তৃণমূল৷ দল থেকেও তাঁকে ছ’বছরের জন্য বহিষ্কার করা হবে৷

এদিন পার্থবাবু সাফ জানিয়ে দেন, তিনি গুরুত্বহীন ব্যক্তিদের, অহেতুক গুরুত্ব দিতে চান না৷ মন্তব্য করলে অগুরুত্বপূর্ণ ব্যক্তির প্রচার হয়ে যায় বলেও মন্তব্য করেন পার্থ৷ জানিয়ে দেন, তিনি রায়বাবু, ঘোষবাবুদের কোনও মন্তব্যের পাল্টা মন্তব্য করবেন না৷ অর্জুনের দলবদলের প্রভাব ভোটে পড়বে কি না, সাংবাদিক বৈঠকে শেষে প্রশ্ন উঠতেই মহাসচিবের বিস্ফোরক মন্তব্য, ‘বিড়ালের পিছনে পাম দিয়ে তো আর বাঘ তৈরি করা যায় না?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 1 =