কলকাতা: বাংলায় জনসংযোগ বাড়াতে নয়া কর্মসূচির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘দিদিকে বলো’ জনসংযোগ কর্মসূচি চালু করে চমক দিয়েছেন নেত্রী৷ এবার তৃণমূল নেত্রীকে বিঁধতে নয়া কর্মসূচির ঘোষণা বাম নেতৃত্বের৷
‘দিদিকে বলো’র পাল্লা কর্মসূচি নিয়ে মাঠে নামছে সিপিএম৷ সরাসরি কর্মী সমর্থকদের অগ্রাধিকার দিতে ডিজিটাল মাধ্যমে কাজে লাগাতে শুরু করেছে বামফ্রন্ট৷ ‘দিদি’কে বিঁধতে এবার ‘বন্ধু হও, হাত বাড়াও’ অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মানুষের আস্থা ফিরে পাওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি বলে খবর৷ এই কর্মসূচির মাধ্যমে ‘বন্ধ’ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তা দেওয়া হয়েছে৷
অন্যদিকে, কালীঘাটে গিয়ে কেন আত্মহত্যা করেছিলেন হুগলির চাকরিপ্রার্থী প্রসূন দত্ত? কেন কৃষক শিলাদিত্যকে কেন মাওবাদী বলে গ্রেপ্তার করা হয়েছিল? অম্বিকেশ মহাপাত্রকে মজার কার্টুন আঁকার জন্য কেন পুলিশ তাঁকে হেনস্তা করেছিল? তৃণমূল জমানায় ২০০ বেশি আত্মঘাতী কৃষকের দেনার পরিমাণ কত? রাজ্যে নথিভুক্ত বেকারদের চাকরির সঠিক সংখ্যাই কী? কত জনকে চাকরি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? মমতাকে অস্বস্তিতে ফেলতে এবার ‘দিদিকে বলো’র জন্য পাল্টা প্রশ্নমালা তৈরি করল বামফ্রান্ট৷
বাম নেতৃত্বের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিভিন্ন ঘটনা তুলে ধরে ‘দিদি’কে তোলা হবে কাঠগড়ায়৷ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই প্রশ্নগুলি তুলে ধরে লাগাতার করা হবে প্রচার৷ তণমূলের জনসংযোগকে ঢাল করেই ‘দিদি’র অস্ত্রে ‘দিদি’কে বিদ্ধ করার ডাক বাম নেতৃত্বের৷ এই নিয়ে রাজ্যজুড়ে টানা কর্মসূচি চূড়ান্ত করারও ছাড়পত্র দিয়েছে বাম নেতৃত্ব৷ সেক্ষেত্রে বাম যুব-ছাত্র সংগঠনের কর্মসূচির উপর বাড়ানো হচ্ছে গুরুত্ব৷