একবার ফোন করে বলুন, আমি চলে আসব: নুসরত জাহান

বসিরহাট: হাতে সময় খুবই কম৷ বেজে গিয়েছে ভোটের ঘণ্টা৷ জয়ের লক্ষ্যে বসিরহাট কেন্দ্র প্রায় চষে ফেলেছেন এবারের তৃণমূল কংগ্রেস কীর্তি প্রার্থী নুসরত জাহান৷ একের পর এক সভা-মিটিং চালিয়ে যাচ্ছেন সদ্য রাজনীতির মাটিতে পা রাখা টলি অভিনেত্রী৷ শনিবার সপ্তাহ শেষেও বসিরহাটে ঠাসা জনতার ভিড়ের মাঝে সভা করলেন এই তারকা প্রার্থী৷ মাইক হাতে শুরুতেই দিলেন চমক৷ উত্তর

একবার ফোন করে বলুন, আমি চলে আসব: নুসরত জাহান

বসিরহাট: হাতে সময় খুবই কম৷ বেজে গিয়েছে ভোটের ঘণ্টা৷ জয়ের লক্ষ্যে বসিরহাট কেন্দ্র প্রায় চষে ফেলেছেন এবারের তৃণমূল কংগ্রেস কীর্তি প্রার্থী নুসরত জাহান৷ একের পর এক সভা-মিটিং চালিয়ে যাচ্ছেন সদ্য রাজনীতির মাটিতে পা রাখা টলি অভিনেত্রী৷ শনিবার সপ্তাহ শেষেও বসিরহাটে ঠাসা জনতার ভিড়ের মাঝে সভা করলেন এই তারকা প্রার্থী৷ মাইক হাতে শুরুতেই দিলেন চমক৷

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ভোট প্রচারে বসিরহাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী নুসরত জাহান বলেন, ‘‘সিনেমার পর্দা পেরিয়ে আমি আপনাদের মাঝখানে৷ আপনাদের সহকর্মী হিসাবে৷ আপনারা এবার খুশি তো? আমি ভীষণ খুশি৷ আমি দিদিকে বলেছে আমি মানুষের পাশে থাকতে চাই৷ দিদি যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আমি তাঁর নতুন সৌনিক৷ যে দায়িত্বটা দিদিকে আমাকে দিয়েছেন, সেই দায়িত্বটা আমি একা করতে পারব না৷ আপনারা কথা দিন আমার সঙ্গে থাকতে হবে৷’’

বিরোধীদের তোলা প্রশ্নের জবাবে কর্মীসভা থকে নুসরতের মন্তব্য, ‘‘আপনাদের মনে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে৷ নুসরত কলকাতা থাকে, সে কী বসিরহাটে আসবে? আমাদের জন্য কাজ করবে? আমাকে দেখে আপনাদের মন কী বলে আপনারাই বলুন৷ আমার ফোন নম্বর পার্টির খাতায় রেজিস্ট্রার করা আছে৷ মঞ্চে যাঁরা আছেন তাঁদের কাছে আমার ফোন নম্বর আছে৷ একটা ফোন কল, একটা ফোন কলে আপনাদের অসুবিধা, আপনাদের যখনই অসুবিধা হবে, আমি আসব৷ এই আশ্বাস আমি আজ দিয়ে গেলাম৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + thirteen =