বাংলায় CAB, NRC হবে না, ঘোষণা মমতার, কার্যকর আইন

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী বিলে রাষ্ট্রপতির অনুমোদন মিললেও বাংলায় তা কার্যকর না করার বিষয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ CAB কিংবা NRC কিছুই বাংলায় হবে বলেও সাফ ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ গায়ের জোরে কখনও এই ব্যবস্থা কার্যকর হতে দেবেন না বলেও জানিয়েছেন মমতা৷ একই সঙ্গে রাজ্যজুড়ে গণআন্দোলন গড়ে তোলার জন্য বাম-কংগ্রেসের সহযোগিতা প্রার্থনা তৃণমূল সুপ্রিমোর৷ আজ দীঘার

বাংলায় CAB, NRC হবে না, ঘোষণা মমতার, কার্যকর আইন

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী বিলে রাষ্ট্রপতির অনুমোদন মিললেও বাংলায় তা কার্যকর না করার বিষয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ CAB কিংবা NRC কিছুই বাংলায় হবে বলেও সাফ ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ গায়ের জোরে কখনও এই ব্যবস্থা কার্যকর হতে দেবেন না বলেও জানিয়েছেন মমতা৷ একই সঙ্গে রাজ্যজুড়ে গণআন্দোলন গড়ে তোলার জন্য বাম-কংগ্রেসের সহযোগিতা প্রার্থনা তৃণমূল সুপ্রিমোর৷

আজ দীঘার বাণিজ্যিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ক্যাব বা এনআরসি একই পথে এগোচ্ছে৷ সব রাজ্যে আলাদা আলাদা আবেগ রয়েছে৷ গায়ের জোরে নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিল কার্যকর করতে দেব না৷ পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না৷ জনগণকে নিয়ে গণতান্ত্রিক কায়দায় প্রতিবাদ করব৷’’

কেন্দ্রকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশের মন্ত্রী সফর বাতিল করেছে৷ জাপানের প্রধানমন্ত্রীও আসছেন না৷ আমাদের সম্মানে আঘাত লাগছে৷’’ দেশের পরিস্থিতি প্রসঙ্গে মমতার মন্তব্য, ‘‘নোটবন্দি, জিএসটি নিয়ে আগেই বলেছিলাম মানুষের সমস্যা হবে৷ দেশজুড়ে এখন একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে৷ অর্থনীতিতে কালো ছায়া নেমে এসেছে৷ এখন সরকার বিভাজনের রাজনীতি করছে৷ রাজ্যের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা ঠিক নয়৷ এনআরসি, নাগরিকত্ব বিল কার্যকর হবে না৷’’

আন্দোলন প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য, ‘‘গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ হবে৷ আমি নিজেও এর বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতিবাদে অংশগ্রহণ করব৷ বিজেপির পরিকল্পনা নিয়েছে, দাঙ্গা লাগানোর৷ আমরা দেশ ভাগ হতে দেব না৷’’
এদিন বাম-কংগ্রেসের নাম না করে তৃণমূলের প্রতিবাদে আহ্বান জানান মমতা৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে তৃণমূলের মিছিলে সমস্ত রাজনৈতিক দলকে অংশ নেওয়ার কথাও জানান তিনি৷ এই প্রসঙ্গে ‘নাটেরগুরু’ বিজেপিকে বাইরে রেখে প্রতিটি দলকে এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন মমতা৷

জানান, ঠান্ডা মাথায় গণআন্দোলন গড়ে তোলা হবে৷ প্রথম থেকেই বাংলা এনআরসির বিরোধিতা করে এসেছে৷ গায়ের জোরে সব পাল্টাতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ সাম্প্রদায়িকতা রং নিয়ে খেলা করছে কেন্দ্র৷ দেশে অস্থির অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে৷ এর বিরুদ্ধে আমাদের একজোট হয়ে লড়াই করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *