কলকাতা: লোকসভায় কমেছে আসন৷ বেড়েছে বিজেপি৷ ভোটের শতাংশ বাড়লেও আসন কমায় বেশ চিন্তত শাসক তৃণমূল৷ লোকসভা ভোটে দলেক ক্ষতে প্রলেব দিয়ে আনানো হয়েছে ভোটগুরুকে৷ দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রশান্ত হতে৷ ২০২১-এর লক্ষ্যে চলছে রণকৌশল নির্ধারণের কাজ৷ ২০-এর পুরসভা ও ২১-এর বিধানসভা নির্বাচনের আগে প্রথম অগ্নিপরীক্ষার মুখোমুখি ভোটগুরু প্রশান্ত৷ আর সেই কারণে উপ-নির্বাচনেও বড়সড় চমক প্রশান্ত কিশোরের৷
সূত্রের খবর, প্রশান্ত কিশোরের দাওয়া অনুযায়ী এই প্রথম উপনির্বাচনে ইস্তাহার প্রকাশ তৃণমূলের৷ এখনেও রয়েছে চমক৷ উপনির্বাচনে ইস্তাহার পাশাপাপাশি এলাকা ভিত্তিক ইস্তাহারে দেওয়া হয়েঠে গুরুত্ব৷ ইতিমধ্যেই খড়্গপুর সদর বিধানসভা উপনির্বাচনের প্রকাশিত হয়েছে বিধানসভা ভিত্তিক ইস্তাহার৷ দিন কয়েকের মধ্যে করিমপুর ও কালিয়াগঞ্জেও পৃথক ইস্তাহার প্রকাশ করা হতে পারে৷
নির্বাচনী ইস্তাহারের দায়িত্বে রয়েছে টিম প্রশান্ত কিশোর৷ বুথভিত্তিক সমীক্ষার পর আইপ্যাক এই পৃথক ইস্তাহার তৈরি হচ্ছে৷ পেশাদারি কায়দায় সমীক্ষার পর বিধানসভা ভিত্তিক এই ইস্তাহারে গুরুত্ব পাচ্ছে স্থানীয় সমস্যা৷ আগামী ২৫ নভেম্বর খড়্গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুরে উপনির্বাচন৷ সূত্রের খবর, প্রতি কেন্দ্রে আইপ্যাক ‘মাইক্রো লেভেল সার্ভে’ করে বুথস্তরে শাসক দলের অবস্থা, বিরোধীদের সাংগঠনিক শক্তি বিবেচনা করে রিপোর্ট তৈরি করেছে৷ আর তার ভিত্তিতে তৈরি হচ্ছে ইস্তাহার৷ স্থানীয় ইস্যু তুলে ধরে উপ-নির্বাচনে প্রথম অগ্নিপরীক্ষায় কতটা সাফল্য এনে দিয়ে পারেন প্রশান্ত, প্রহর গুনছে শাসক তৃণমূল৷ উপ-নির্বাচনের প্রশান্ত মডেল সাফল্য পেলে আগামী ২১-এর নির্বাচনেও যে আরও নতুন নতুন চমক দেখবে বাংলা, তা মেনে নিচ্ছেন পর্যবেক্ষক মহল৷