আমাকে দায়িত্ব দিলে, কাশ্মীর সমস্যা সমাধান করব: মমতা

কলকাতা: লোকসভা নির্বাচনের জন্য কালীঘাটের বাড়ি থেকে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারে সব শ্রেণির মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তৃণমূল নেত্রী। মোদি জমানায় সবচেয়ে বড় ও বিতর্কিত ইস্যু হল নোটবাতিল ও জিএসটি৷ WB CM on #MissionShakti: It’s a political announcement, scientists should have announced it, it’s their credit. Only one satellite was

আমাকে দায়িত্ব দিলে, কাশ্মীর সমস্যা সমাধান করব: মমতা

কলকাতা: লোকসভা নির্বাচনের জন্য কালীঘাটের বাড়ি থেকে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারে সব শ্রেণির মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তৃণমূল নেত্রী। মোদি জমানায় সবচেয়ে বড় ও বিতর্কিত ইস্যু হল নোটবাতিল ও জিএসটি৷

বুধবার, সাংবাদিক বৈঠকে মমতা জানান, কার স্বার্থে নোটবাতিল? ক্ষমতায় এলে তদন্ত হবে। জিএসটি নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি৷ ক্ষমতায় এলে জিএসটি পুনর্বিবেচনা করা হবে বলে জানান তিনি। যোজনা কমিশনকে ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য তৃণমূল নেত্রীর। বাংলা, ইংরেজি, হিন্দি ও বেশ কয়েকটি আঞ্চলিক ভাষা সহ ৬টি ভাষায় তৃণমূলের ইস্তেহার প্রকাশ করা হয়। দেশের ছাত্র ও যুব সম্প্রদায়ের জন্য বেশি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলায় কর্মসংস্থান ৪০ শতাংশ বাড়ানো হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *