কলকাতা: লোকসভা নির্বাচনের জন্য কালীঘাটের বাড়ি থেকে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারে সব শ্রেণির মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তৃণমূল নেত্রী। মোদি জমানায় সবচেয়ে বড় ও বিতর্কিত ইস্যু হল নোটবাতিল ও জিএসটি৷
WB CM on #MissionShakti: It’s a political announcement, scientists should have announced it, it’s their credit. Only one satellite was destroyed, that wasn’t necessary, it was lying there since long, it’s the prerogative of scientists, when to do it. We will complain to the EC. pic.twitter.com/4WKRXivX1y
— ANI (@ANI) March 27, 2019
বুধবার, সাংবাদিক বৈঠকে মমতা জানান, কার স্বার্থে নোটবাতিল? ক্ষমতায় এলে তদন্ত হবে। জিএসটি নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি৷ ক্ষমতায় এলে জিএসটি পুনর্বিবেচনা করা হবে বলে জানান তিনি। যোজনা কমিশনকে ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য তৃণমূল নেত্রীর। বাংলা, ইংরেজি, হিন্দি ও বেশ কয়েকটি আঞ্চলিক ভাষা সহ ৬টি ভাষায় তৃণমূলের ইস্তেহার প্রকাশ করা হয়। দেশের ছাত্র ও যুব সম্প্রদায়ের জন্য বেশি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলায় কর্মসংস্থান ৪০ শতাংশ বাড়ানো হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।