কেন্দ্রে ক্ষমতায় এসে আমরা সব কাজ করে দেব: মমতা

রায়গঞ্জ: রেলমন্ত্রী থাকাকালীন কী কী প্রকল্প চালু করেছেন, তা তুলে ধরে এবার কেন্দ্র ক্ষমতায় আসার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার ইটাহারে দ্বিতীয় দফার তৃতীয় সভা থেকে থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘আমরা কেন্দ্র ক্ষমতায় এসে সব করে দেব৷ আমরা কেন্দ্রে ক্ষমতায় এসে পিছিয়ে পড়া উত্তরবঙ্গকে ঢেলা সাজাবো৷’’ এদিন তাঁর রেলমন্ত্রী থাকাকালীন বাংলার উন্নয়ন প্রকল্প তুলে ধরেন৷ বলেন,

কেন্দ্রে ক্ষমতায় এসে আমরা সব কাজ করে দেব: মমতা

রায়গঞ্জ: রেলমন্ত্রী থাকাকালীন কী কী প্রকল্প চালু করেছেন, তা তুলে ধরে এবার কেন্দ্র ক্ষমতায় আসার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার ইটাহারে দ্বিতীয় দফার তৃতীয় সভা থেকে থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘আমরা কেন্দ্র ক্ষমতায় এসে সব করে দেব৷ আমরা কেন্দ্রে ক্ষমতায় এসে পিছিয়ে পড়া উত্তরবঙ্গকে ঢেলা সাজাবো৷’’

এদিন তাঁর রেলমন্ত্রী থাকাকালীন বাংলার উন্নয়ন প্রকল্প তুলে ধরেন৷ বলেন, ‘‘আমি রেলমন্ত্রী থাকাকালীন বাংলার জন্য প্রচুর ট্রেন দিয়েছি৷ উত্তরবঙ্গেও বহু ট্রেন দিয়েছি৷ একলাখি-বালুরঘাট রেল প্রকল্প চালু করেছি৷ রেলমন্ত্রী থাকাকালীন বাংলার জন্য অনেক কাজ করেছি৷ আগে বাংলার জন্য কিছুই ভাবা হত না৷ বিজেপির আমলে একটাও ট্রেন দেওয়া হত না৷ আমি নিজে গিয়ে বহু ট্রেন বাড়িয়েছি৷ কেন্দ্র সরকারের হাতে কাজের প্রচুর সুযোগ থাকে৷ দিল্লিতে আমাদের সরকার এলে অনেক কাজ হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =