চাঁদে ফ্ল্যাট কিনে থাকুন, বিজেপি নেতাদের পরামর্শ মুখ্যমন্ত্রীর!

কলকাতা: অসমের জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে মন্তব্য করতে গিয়ে চন্দ্রযান প্রসঙ্গ তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি নেতাদের চাঁদে ফ্ল্যাট কেনার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভা সূত্রে খবর, শুক্রবার অধিবেশনের শেষ লগ্নে এনআরসি প্রসঙ্গে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনআরসি প্রসঙ্গে বলতে গিয়ে ইসরোর চন্দ্রাভিযানের সাফল্যে

চাঁদে ফ্ল্যাট কিনে থাকুন, বিজেপি নেতাদের পরামর্শ মুখ্যমন্ত্রীর!

কলকাতা: অসমের জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে মন্তব্য করতে গিয়ে চন্দ্রযান প্রসঙ্গ তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি নেতাদের চাঁদে ফ্ল্যাট কেনার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বিধানসভা সূত্রে খবর, শুক্রবার অধিবেশনের শেষ লগ্নে এনআরসি প্রসঙ্গে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনআরসি প্রসঙ্গে বলতে গিয়ে ইসরোর চন্দ্রাভিযানের সাফল্যে বিজেপিকে খোঁচা দেন মমতা৷ বলেন, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার সব সময় সাফল্য দাবি করে৷ কিন্তু ব্যর্থতা মেনে নেয় না৷ এমন করে বোঝানো হচ্ছে, যাতে ইসরোর চন্দ্র অভিযানের সাফল্য নরেন্দ্র মোদি সরকারের৷ এই অভিযানের পিছনে কাদের কৃতিত্ব রয়েছে সেটি উল্লেখ করা হচ্ছে না৷ দেশের আর্থিক মন্দা পরিস্থিতি থেকে দেশের নজর ঘোরাতে উঠে পড়েছে কেন্দ্র৷ আজ যখন চাঁদের বুকে পৌঁছানো যাচ্ছে, তখন বিজেপির নেতারা চাঁদে গিয়ে ফ্ল্যাট কিনে থাকুন৷ সেটাই ভাল হবে৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপির বিধায়করা৷ হৈ হট্টগোল শুরু করে দেন তাঁরা৷

অন্যদিকে, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা৷ আজ মধ্যরাতেই ইতিহাসের মুখোমুখি হতে তৈরি চন্দ্রযান-২৷ চাঁদের বুকে দখল নিতে তৈরি ভারত৷ এখনও পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলছে বলে জানিয়েছে ইসরো৷ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বিক্রম৷ আজ রাত ১ টা ৪০ থেকে একটা ১টা ৫৫ মিনিটের মধ্যে চাঁদের মাটিতে পা রাখবে ল্যান্ডার বিক্রম৷ সেখান থেকেই বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান৷

চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম বিশ্বের কোন দেশ হিসেবে ভারত চাঁদের বুকে পা রাখবে৷ চাঁদের দক্ষিণাংশের সমতল জমি চিহ্নিত করে বিক্রম সেখানে পদার্পণ করবে৷ এই মুহূর্তে চন্দ্রযান ২ ল্যান্ডার চাঁদের মাটি থেকে প্রায় দেড়শ কিলোমিটার উপরে৷ ৫০০-৬০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ছুটে চলেছে যন্দ্রযান৷ ইসরো সূত্রে খবর, ল্যান্ডারের গতিপথ ধীরে ধীরে কমিয়ে আজ রাতেই চাঁদের বুকে নামানো হবে৷ ফলে কক্ষপথে ঘুরতে থাকা ল্যান্ডারের গতি ধীরে ধীরে কমিয়ে চাঁদের বুকে নামানো এখন সব থেকে বড় চ্যালেঞ্জ৷ অগ্নিপরীক্ষা৷

কারণ, চাঁদের মাটিতে ল্যান্ডার নামানোর সময় যদি কোন ভূল-ত্রূটি ঘটে তাহলে অভিযান ব্যর্থ হতে পারে৷ তবে ল্যান্ডাকে স্বয়ংক্রিয়ভাবে নামানোর পছে হাঁটছেন বিজ্ঞানীরা৷ ইতিমধ্যেই ল্যান্ডারকে চাঁদের বুকে নামানোর বিষয়ে প্রোগ্রামিং সেট করে দেওয়া হয়েছে৷ তাতে ল্যান্ডের গতি কমিয়ে ধীরে ধীরে চাঁদের বুকে নামিয়ে আনা এখন প্রথম এবং প্রধান লক্ষ্য৷ চাঁদের বুকে পা রাখার ১৫ মিনিট পর চাঁদের মাটি থেকে ছবি ও তথ্য পাঠাতে শুরু করবে রোভার রোভার প্রজ্ঞান৷ রোভার প্রজ্ঞানের চাকার নীচে থাকবে অশোক স্তম্ভের প্রতীক ও ইসরোর লোগো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =