নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি সত্যিই ভালোবাসেন। বুধবার চেন্নাইয়ে একটি মহিলা কলেজের অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি একথা জানিয়ে বলেন, কিছু লোক ভালোবাসা দেখাতে পারেন না। কারণ তাদের কেউ ভালোবাসে না। কেন মোদিকে তিনি জড়িয়ে ধরেছিলেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সত্যিই তাঁকে ভালোবাসি। প্রতিটি ধর্মের মূল কথা হল ভালোবাসা। মোদি আমার সম্পর্কে বলছেন। বলছেন, আমার বাবা ভালো মানুষ নন। আমরা কেমন নোংরা। মোদি এতটাই ক্রুদ্ধ যে তিনি পৃথিবীর সৌন্দর্য দেখতে পারেন না।
তাই আমি ভাবলাম আমার দিক থেকে তাঁকে ভালোবাসা জানাই। মোদির জন্য তাঁর মনে কোনও রাগ, শত্রুতা কিংবা ঘৃণা নেই। চেন্নাইয়ের স্টেলা মরিস মহিলা কলেজে রাহুল গিয়েছিলেন কথা বলতে। প্রথাগত পাজামা-কুর্তার বদলে ধবসর টি শার্ট আর জিনস পরা রাহুল একেবারে ঘরোয়া পরিবেশে ছাত্রীদের প্রশ্নের উত্তর দেন। বলেন, ভারতে এখন আদর্শগত লড়াই চলছে। একদল সবাইকে নিয়ে চলতে চায়, অন্যদল চায় তাদের আদর্শই গোটা দেশের ওপর চাপানো হেক।